AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীর্ঘ দাম্পত্যের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে কোন কোন জুটির?

Bollywood Marriages: দীর্ঘ কয়েক বছরের দাম্পত্য। তারপর সেই সম্পর্কের পরিণতি বিবাহ বিচ্ছেদ। এমন উদাহরণ বলিউডে কম নেই। আমির খান, কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ফের চর্চায় উঠে এসেছেন সেই প্রাক্তনরা।

| Edited By: | Updated on: Jul 05, 2021 | 7:21 PM
Share
২০০০-এর ২০ ডিসেম্বরে ছোট বেলার বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃতিক রোশন। ১৪ বছর দাম্পত্যের পর ২০১৪-ক ১ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

২০০০-এর ২০ ডিসেম্বরে ছোট বেলার বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃতিক রোশন। ১৪ বছর দাম্পত্যের পর ২০১৪-ক ১ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

1 / 7
১২ ডিসেম্বর, ১৯৯৮-এ বিয়ে করেছিলেন মালাইকা আরোরা এবং আরবাজ খান। ২০১৬ থেকে সেপারেশনে ছিলেন তাঁরা। ২০১৭-এ বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

১২ ডিসেম্বর, ১৯৯৮-এ বিয়ে করেছিলেন মালাইকা আরোরা এবং আরবাজ খান। ২০১৬ থেকে সেপারেশনে ছিলেন তাঁরা। ২০১৭-এ বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

2 / 7
১৯৯১-এ বিয়ে করেছিলেন সইফ আলি খান এবং অমৃতা আরোরা। ৯০-এর দশকে বলিউডে বেশ আলোচিত কাপল ছিলেন তাঁরা। কিন্তু ২০০৪-এ দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। সইফ পরে করিনা কাপুরকে বিয়ে করলেও এখনও পর্যন্ত অমৃতা আর বিয়ে করেননি।

১৯৯১-এ বিয়ে করেছিলেন সইফ আলি খান এবং অমৃতা আরোরা। ৯০-এর দশকে বলিউডে বেশ আলোচিত কাপল ছিলেন তাঁরা। কিন্তু ২০০৪-এ দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। সইফ পরে করিনা কাপুরকে বিয়ে করলেও এখনও পর্যন্ত অমৃতা আর বিয়ে করেননি।

3 / 7
২০০০-এ বিয়ে করেন ফারহান আখতার এবং অধুনা ভবানি। ১৬ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭-র ২৪ এপ্রিল। আপাতত অভিনেত্রী শিবানি দন্ডেকারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান।

২০০০-এ বিয়ে করেন ফারহান আখতার এবং অধুনা ভবানি। ১৬ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭-র ২৪ এপ্রিল। আপাতত অভিনেত্রী শিবানি দন্ডেকারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান।

4 / 7
২০০৩-এর ২৪ অগস্ট বিয়ে করেন পূজা ভাট এবং মনীশ মাখিঞ্জা। ১১ বছর পর দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ২০১৪ সালে।

২০০৩-এর ২৪ অগস্ট বিয়ে করেন পূজা ভাট এবং মনীশ মাখিঞ্জা। ১১ বছর পর দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ২০১৪ সালে।

5 / 7
২০১৯-এর নভেম্বরে ২১ বছরের দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। পরে অর্জুন মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে।

২০১৯-এর নভেম্বরে ২১ বছরের দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। পরে অর্জুন মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে।

6 / 7
২২ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭-এ ভেঙে দেন হিমেশ রেশমিয়া এবং কোমল।

২২ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭-এ ভেঙে দেন হিমেশ রেশমিয়া এবং কোমল।

7 / 7
'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা