জয়-বীরু থেকে মুন্না-সার্কিট, বলিউডের অন্যতম সেরা সাত অনস্ক্রিন বন্ধু, যাঁদের দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 01, 2021 | 5:50 PM

বলিউডের আইকনিক বন্ধু জুটি জয়-বীরু। 'শোলে' সিনেমার এই দুই বন্ধুর উদাহরণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। দুই বন্ধুর গলায় গলায় বন্ধুত্ব থাকলে অনেকেই আজও তাদের 'জয়-বীরু' নাম দিয়ে দেন।

1 / 7
বলিউডের আইকনিক বন্ধু জুটি জয়-বীরু। 'শোলে' সিনেমার এই দুই বন্ধুর উদাহরণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। দুই বন্ধুর গলায় গলায় বন্ধুত্ব থাকলে অনেকেই তাদের 'জয়-বীরু' নাম দিয়ে দেন। তাই হিন্দি সিনেমায় অনস্ক্রিন বন্ধুদের কথা বললে জয়-বীরু জুটির কথা তো বলতেই হবে।

বলিউডের আইকনিক বন্ধু জুটি জয়-বীরু। 'শোলে' সিনেমার এই দুই বন্ধুর উদাহরণ আজও সমানভাবে প্রাসঙ্গিক। দুই বন্ধুর গলায় গলায় বন্ধুত্ব থাকলে অনেকেই তাদের 'জয়-বীরু' নাম দিয়ে দেন। তাই হিন্দি সিনেমায় অনস্ক্রিন বন্ধুদের কথা বললে জয়-বীরু জুটির কথা তো বলতেই হবে।

2 / 7
করণ জোহরের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' আর তার দুই প্রধান চরিত্র রাহুল এবং অঞ্জলি। নব্বইয়ের দশকে যাঁরা যৌবন বা কিশোরবেলা কাটিয়েছেন, তাঁদের কাছে রাহুল-অঞ্জলিই ছিল বন্ধুত্বের আদর্শের উদাহরণ। আজও অঞ্জনলির 'রাহুল ইজ এ চিটার' কিংবা রাহুলের 'রাহুল- নাম তো শুনা হি হোগা' সংলাপ সমানভাবে জনপ্রিয়।

করণ জোহরের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' আর তার দুই প্রধান চরিত্র রাহুল এবং অঞ্জলি। নব্বইয়ের দশকে যাঁরা যৌবন বা কিশোরবেলা কাটিয়েছেন, তাঁদের কাছে রাহুল-অঞ্জলিই ছিল বন্ধুত্বের আদর্শের উদাহরণ। আজও অঞ্জনলির 'রাহুল ইজ এ চিটার' কিংবা রাহুলের 'রাহুল- নাম তো শুনা হি হোগা' সংলাপ সমানভাবে জনপ্রিয়।

3 / 7
মুন্নাভাই এমবিবিএস- রাজকুমার হিরানি যেমন ছবির গল্প দর্শককে শোনাতে এবং বোঝাতে পারেন, তেমনই পরিচালক হিসেবে তৈরি করেন অসামান্য সব চরিত্র। তাদের মধ্যে অন্যতম মুন্না আর সার্কিটের জুটি। সিলভার স্ক্রিনের এই দুই বন্ধুকে দর্শকরা মনে রাখবেন বহুদিন।

মুন্নাভাই এমবিবিএস- রাজকুমার হিরানি যেমন ছবির গল্প দর্শককে শোনাতে এবং বোঝাতে পারেন, তেমনই পরিচালক হিসেবে তৈরি করেন অসামান্য সব চরিত্র। তাদের মধ্যে অন্যতম মুন্না আর সার্কিটের জুটি। সিলভার স্ক্রিনের এই দুই বন্ধুকে দর্শকরা মনে রাখবেন বহুদিন।

4 / 7
কলেজ লাইফে যেসব সাংঘাতিক কীর্তিকলাপ আপনি করে উঠতে পারেননি, পর্দায় তার প্রায় সবটাই করে দেখিয়েছেন রাজকুমার হিরানির ছবি 'থ্রি ইডিয়টস'- এর তিন মুখ্য চরিত্র রাজু রস্তোগী, ফারহান কুরেশি আর সবার প্রিয় র‍্যাঞ্চো। এই তিনমূর্তির বন্ধুত্ব আপনাকে দমফাটা হাসির সঙ্গে সঙ্গে আবেগপ্রবণও করে দেবে নিমেষে।

কলেজ লাইফে যেসব সাংঘাতিক কীর্তিকলাপ আপনি করে উঠতে পারেননি, পর্দায় তার প্রায় সবটাই করে দেখিয়েছেন রাজকুমার হিরানির ছবি 'থ্রি ইডিয়টস'- এর তিন মুখ্য চরিত্র রাজু রস্তোগী, ফারহান কুরেশি আর সবার প্রিয় র‍্যাঞ্চো। এই তিনমূর্তির বন্ধুত্ব আপনাকে দমফাটা হাসির সঙ্গে সঙ্গে আবেগপ্রবণও করে দেবে নিমেষে।

5 / 7
আলি আব্বাস জফরের ছবি 'গুন্ডে'। বড় পর্দায় বালা আর বিক্রম, ছবির দুই প্রধান চরিত্রের বন্ধুত্ব ছিল দেখার মতো। পর্দার বাইরেও রণবীর সিং অর্জুন কাপুর দারুণ ভাল বন্ধু। আর তাঁদের অনস্ক্রিন বন্ধুত্বও একদম জমজমাট।

আলি আব্বাস জফরের ছবি 'গুন্ডে'। বড় পর্দায় বালা আর বিক্রম, ছবির দুই প্রধান চরিত্রের বন্ধুত্ব ছিল দেখার মতো। পর্দার বাইরেও রণবীর সিং অর্জুন কাপুর দারুণ ভাল বন্ধু। আর তাঁদের অনস্ক্রিন বন্ধুত্বও একদম জমজমাট।

6 / 7
সঞ্জু আর কমলি। তাঁদের সংলাপ 'ঘি ছে তো ঘপাঘপ ছে' ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল। বাস্তব জীবনে সঞ্জয় দত্তর পরম বন্ধু কমলেশ ওরফে কমলি। পর্দায় এই দুই বন্ধুর প্রাণের সম্পর্ককে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর কাপুর (সঞ্জু) আর ভিকি কৌশল (কমলি)। এখানেই রয়েছে রাজু হিরানির ম্যাজিক।

সঞ্জু আর কমলি। তাঁদের সংলাপ 'ঘি ছে তো ঘপাঘপ ছে' ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল। বাস্তব জীবনে সঞ্জয় দত্তর পরম বন্ধু কমলেশ ওরফে কমলি। পর্দায় এই দুই বন্ধুর প্রাণের সম্পর্ককে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর কাপুর (সঞ্জু) আর ভিকি কৌশল (কমলি)। এখানেই রয়েছে রাজু হিরানির ম্যাজিক।

7 / 7
সানি সিং আর কার্তিক আরিয়ান অর্থাৎ টিট্টু আর সোনুর জুটি কিন্তু বড্ড ভাল। দুই বন্ধু একে অন্যের দরকারে ঠিক হাজির হয়ে যায়। পর্দায় সোনু আর টিট্টুর বন্ধুত্ব অনেককেই অনুপ্রেরণা দিয়েছে।

সানি সিং আর কার্তিক আরিয়ান অর্থাৎ টিট্টু আর সোনুর জুটি কিন্তু বড্ড ভাল। দুই বন্ধু একে অন্যের দরকারে ঠিক হাজির হয়ে যায়। পর্দায় সোনু আর টিট্টুর বন্ধুত্ব অনেককেই অনুপ্রেরণা দিয়েছে।

Next Photo Gallery