Boris Becker: জেল থেকে ছাড়া পেয়েছেন, বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে চান টেনিস তারকা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 18, 2022 | 8:00 AM

২০০২ সালে জার্মানিতে বেকারের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে জেলও হয়। যা কিছু অর্জন করেছিলেন, অবসরের পর তা হাতছাড়া হয়ে যায় তাঁর। ব্রিটেনের এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময়মতো টাকা শোধ করেননি। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই চারটি মামলা হয়েছিল বেকারের বিরুদ্ধে। এই মামলার ভিত্তিতেই তাঁকে আড়াই বছর জেল হেফাজতের নির্দেশ দেয় লন্ডন কোর্ট।

1 / 5
আর্থিক দৈন্যের কারণে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন তিন বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ও ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার। ছবি: টুইটার

আর্থিক দৈন্যের কারণে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন তিন বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ও ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার। ছবি: টুইটার

2 / 5
স্থাবর-অস্থাবর সম্পত্তির পুরোপুরি হিসেব না দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয় তাঁর। ৮ মাস জেলে কাটিয়ে জামিনে বাড়ি ফিরছেন বেকার। এই বড় দিনটা বাড়িতেই কাটাতে পারার সুযোগ পেয়ে খুশি টেনিস সুপারস্টার। ছবি: টুইটার

স্থাবর-অস্থাবর সম্পত্তির পুরোপুরি হিসেব না দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয় তাঁর। ৮ মাস জেলে কাটিয়ে জামিনে বাড়ি ফিরছেন বেকার। এই বড় দিনটা বাড়িতেই কাটাতে পারার সুযোগ পেয়ে খুশি টেনিস সুপারস্টার। ছবি: টুইটার

3 / 5
.দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর ৫২ বছরের বেকার ডেট করতে শুরু করেন কার্ভালহো মন্টিয়ারের সঙ্গে। আফ্রিকা রাজনীতিবিদের মেয়ে কার্ভালহো পড়াশোনার জন্য এসেছিলেন লন্ডনে। তখনই আলাপ বেকারের সঙ্গে। তারপর থেকেই সম্পর্ক তাঁদের। ছবি: টুইটার

.দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর ৫২ বছরের বেকার ডেট করতে শুরু করেন কার্ভালহো মন্টিয়ারের সঙ্গে। আফ্রিকা রাজনীতিবিদের মেয়ে কার্ভালহো পড়াশোনার জন্য এসেছিলেন লন্ডনে। তখনই আলাপ বেকারের সঙ্গে। তারপর থেকেই সম্পর্ক তাঁদের। ছবি: টুইটার

4 / 5
জেলে যাওয়ার আগে বান্ধবী কার্ভালহোকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে কাঁদতে দেখা যায় বেকারকে। জেল থেকে কয়েকদিনের জন্য ছাড়া পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে চান বেকার। ছবি: টুইটার

জেলে যাওয়ার আগে বান্ধবী কার্ভালহোকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে কাঁদতে দেখা যায় বেকারকে। জেল থেকে কয়েকদিনের জন্য ছাড়া পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে চান বেকার। ছবি: টুইটার

5 / 5
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কার্ভালাকে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে চান তিনি। কার্ভালাই যে তাঁর জন্য সেরা উপহার তা তিনি বুঝিয়ে দিতে চান তাঁকে। ছবি: টুইটার

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কার্ভালাকে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে চান তিনি। কার্ভালাই যে তাঁর জন্য সেরা উপহার তা তিনি বুঝিয়ে দিতে চান তাঁকে। ছবি: টুইটার

Next Photo Gallery