Bangla NewsPhoto gallery Boris Becker plans to propose to his girlfriend Lilian after release from prison
Boris Becker: জেল থেকে ছাড়া পেয়েছেন, বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে চান টেনিস তারকা
২০০২ সালে জার্মানিতে বেকারের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। যার জেরে জেলও হয়। যা কিছু অর্জন করেছিলেন, অবসরের পর তা হাতছাড়া হয়ে যায় তাঁর। ব্রিটেনের এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময়মতো টাকা শোধ করেননি। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই চারটি মামলা হয়েছিল বেকারের বিরুদ্ধে। এই মামলার ভিত্তিতেই তাঁকে আড়াই বছর জেল হেফাজতের নির্দেশ দেয় লন্ডন কোর্ট।