World Cup Qualifiers: পেরুকে হারিয়ে ব্রাজিলের সহজ জয়

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifiers) ম্যাচে পেরুকে (Peru) ২-০ ব্যবধানে হারিয়ে দিল ব্রাজিল (Brazil)। ঘরের মাঠে ৩ পয়েন্ট জেতার পাশাপাশি যোগ্যতা অর্জন পর্বের টানা ৮ ম্যাচে জয়ের ধারা বজায় রাখল নেইমারের দল। ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 5:24 PM
ম্যাচের ১৪ মিনিটে এভার্টন রিবেইরো প্রথম গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

ম্যাচের ১৪ মিনিটে এভার্টন রিবেইরো প্রথম গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

1 / 4
৪০ মিনিটের মাথায় তিতের দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

৪০ মিনিটের মাথায় তিতের দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

2 / 4
ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে এ দিন নিজের ৬৯তম গোলটি করে ফেললেন নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে এ দিন নিজের ৬৯তম গোলটি করে ফেললেন নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

3 / 4
লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের লিগ তালিকায় শীর্ষে রয়েছে তিতের ব্রাজিল। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের লিগ তালিকায় শীর্ষে রয়েছে তিতের ব্রাজিল। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

4 / 4
Follow Us: