ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার পারফরম্য়ান্স লিভারপুলের। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-৩ ব্যবধানে হার লিভারপুলের। (ছবি : টুইটার)
কাতার বিশ্বকাপে নজরকাড়া নেদারল্যান্ডস ফুটবলার কোডি গাকপো বিশাল অর্থে যোগ দিয়েছেন লিভারপুলে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লিভারপুলে অভিষেক ম্যাচে হেরে মাঠ ছাড়তে হল। (ছবি : টুইটার)
জানুয়ারিতে 'মার্চ' এর দাপট দেখা গেল ব্রাইটনের মাঠে। জোড়া গোল করে লিভারপুলকে ব্যাকফুটে ঠেলে দেন ব্রাইটনের নায়ক সোলি মার্চ। (ছবি : টুইটার)
লিভারপুল সেন্টার ব্যাক জোয়েল মাতিপের ভুল পাস ধরেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার মিডমিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। (ছবি : টুইটার)
অ্যালেক্সিসের বাড়ানো বলে কাউরো মিতোমার লো ক্রস। সেই থেকেই ঘরের মাঠে ব্রাইটনকে এগিয়ে দেন সোলি মার্চ। তিনিই ব্যবধান বাড়ান। (ছবি : টুইটার)
প্রথম গোলের ৭ মিনিট পর এভান ফার্গুসনের থ্রু বল ধরে বাঁ পায়ের অনবদ্য শটে ব্রাইটনের পক্ষে স্কোর লাইন ২-০ করেন উইঙ্গার সোলি মার্চ। (ছবি : টুইটার)
ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যই থাকে। মহম্মদ সালাহদের হতাশা বাড়ে দ্বিতীয়ার্ধে। সোলি মার্চের জোড়া গোলেই শেষ নয়। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে ব্রাইটনের স্কোর লাইন ৩-০ করেন ড্যানি ওয়েলবেক। (ছবি : টুইটার)
লিভারপুলের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে পয়েন্ট তালিকায় যুর্গেন ক্লপের দলকে ছাপিয়ে গেল ব্রাইটন। অ্যালিসন বেকার কয়েকটা সেভ না করলে আরও বড় ব্য়বধানে হারতো লিভারপুল। (ছবি : টুইটার)