Sawan Vastu Tips: শ্রম ছাডাও হবে অর্থবৃষ্টি! শ্রাবণ শেষ হওয়ার আগেই বাড়িতে আনুন এই একটি গাছ
Vastu Tips for Home: শ্রাবণ মাসে ঘরে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাংলার এই চতুর্থ মাসটি সাধারণতে শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে মহাদেবের আরাধনা করা ও বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যের চাকা সাফল্যের দিকে ঘুরতে থাকে। শুধু তাই নয়, শ্রাবণ মাসে বাড়িতে শিবের পছন্দের গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি বয়ে আসে।
1 / 8
কঠিন পরিস্থিত সব মানুষের জীবনেই আসে। আবার সেই পরিস্থিতির মেঘ কেটেও যায়। আবার দিনরাত কঠিন পরিশ্রম করেও হাতে আসে না সঠিক প্রাপ্য। বাস্তুশাস্ত্র অনুযায়ী, নিজের ভাগ্য ফেরাতে দরকার ঘরের কিছু অদলবদল। তাতেই কেটে যাবে সব সমস্যা।
2 / 8
শ্রাবণ মাসে ঘরে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাংলার এই চতুর্থ মাসটি সাধারণতে শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে মহাদেবের আরাধনা করা ও বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্যের চাকা সাফল্যের দিকে ঘুরতে থাকে। শুধু তাই নয়, শ্রাবণ মাসে বাড়িতে শিবের পছন্দের গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি বয়ে আসে।
3 / 8
হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সাওয়ান মাসে দেবী লক্ষ্মীর আরাধনা বিশেষ কার্যকরী বলে মনে করা হয়। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগালে বাড়িতে সবসময় পজিটিভ শক্তি বজায় থাকে। ঘরে ধন-সম্পদের ভরপুর থাকে সারাজীবন।
4 / 8
বাস্তুশাস্ত্রে শমী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শমী গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এছাড়া শমী গাছ শনিদেবেরও খুব প্রিয়। শ্রাবণ মাসে বাড়িতে শমী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
5 / 8
বাস্তু অনুসারে, বাড়িতে লাগালে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। ঘরে শমী গাছ লাগালে জন্মকুণ্ডলীতে উপস্থিত শনির প্রতিকূল অবস্থান অনুকূল হয়।
6 / 8
ভগবান শিব বেলপত্রকে খুব পছন্দ করেন। তাই বেলপাতা নিবেদন করা হলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসে বেলপাতার গাছ লাগালে শিবের আশীর্বাদ বর্ষিত হয়। কথিত আছে দেবী পার্বতী বেলপাতায় বাস করেন। তাই শ্রাবণ মাসে বাড়িতে একটি বেলপত্র গাছ লাগালে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়।
7 / 8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমলাকে ধর্মীয় ও আয়ুর্বেদিক গুণ রয়েছে হাজারো। এই গাছটি ঘরে লাগালে সুখ ও শান্তি বজায় থাকে। পাশাপাশি ভগবান বিষ্ণু ও অন্যান্য দেব-দেবীর আশীর্বাদও পাওয়া যায়। এছাড়া ফিট ও সুস্থ থাকতে রোজ একটি করে আমলা খেতে পারেন। আমলার রসও খেতে পারেন।
8 / 8
বিশ্বাস করা হয়, বাড়িতে পিপল গাছ লাগালে গ্রহের দোষ থেকে মুক্তি পায়। শ্রাবণ মাসে পিপল গাছ লাগালে বিষ্ণুদেবের আশীর্বাদ বর্ষিত হয়। ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। পরিবেশ বিশুদ্ধ ও অক্সিজেনের পরিমাণ বাড়াতেও পিপল গাছ কার্যকর।