Bangla News Photo gallery Bring these 5 things home on Paush Purnima, all financial problems will be removed for the whole year
Paush Purnima 2024: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! পৌষ পূর্ণিমায় ঘরে আনুন এই ৫ জিনিস, গোটা বছর দূর হব সব অর্থসঙ্কট
Hindu Rituals: হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়৷ হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর পৌষ পূর্ণিমা তিথি পালন করা হবে আগামী ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার। বহু বছর পরে এই বিশেষ দিনে শুভ যোগ তৈরি হতে চলেছে। যার মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগের পাশাপাশি ২৫ জানুয়ারি গুরু পুষ্য যোগও গঠিত হচ্ছে।
1 / 11
সনাতন হিন্দুধর্ম মতে, পূর্ণিমা তিথির রয়েছে আলাদা ও বিশেষ গুরুত্ব। প্রাচীনকাল থেকেই হিন্দুধর্মের বিভিন্ন আচার-রীতির মধ্যে পূর্ণিমার রয়েছে বিশেষ অবদান। আগামী কাল পালিত হচ্ছে পৌষ পূর্ণিমা। এবছরের এই পূর্ণিমা তিথিতে যোগ হচ্ছে মোট ৭টি শুভযোগ।
2 / 11
এই বিশেষ ও শুভ পূর্ণিমা তিথিতে পবিত্র গঙ্গা বা যে কোনও নদীতে স্নান ও দান করা হলে চন্দ্রদেব ও লক্ষ্মী-নারায়ণ পুজো করার রীতি রয়েছে। মনে করা হয়, এমনটা করা হলে যে কোনও ব্যক্তির সব ইচ্ছে পূরণ হতে পারে। শুভযোগে পৌষ পূর্ণিমা তিথিতে যদি বাড়িতে বেশ কিছু বিশেষ জিনিস আনলে ধনলক্ষ্মী বিশেষ সদয় হন।
3 / 11
হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়৷ হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর পৌষ পূর্ণিমা তিথি পালন করা হবে আগামী ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার। বহু বছর পরে এই বিশেষ দিনে শুভ যোগ তৈরি হতে চলেছে। যার মধ্যে সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগের পাশাপাশি ২৫ জানুয়ারি গুরু পুষ্য যোগও গঠিত হচ্ছে।
4 / 11
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী ও চন্দ্রদেবের পাশাপাশি ভগবান বিষ্ণুর আরাধনা করা হলে শুভ ফল পাওয়া যায়। সঙ্গে সৌভাগ্যও বজায় থাকে। পৌষ পূর্ণিমার দিনে কিছু জিনিস বাড়িতে আনলে, লক্ষ্মীর কৃপায় কখনওই আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না। গৃহে বজায় থাকবে সুখ-শান্তি-সমৃদ্ধি। তাহলে আগামীকাল কোন কোন জিনিস আনলে আপনার ভাগ্য বদলে যেতে পারে।
5 / 11
প্রতি মাসে অমাবস্যার পরই পালিত হয় পূর্ণিমা তিথি। নিয়ম অনুসারে, নতুন মাস শুরু হয় পূর্ণিমা দিয়েই। শাস্ত্রে পৌষ মাসের পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনে স্নান, দান ও বিশেষ উপাসনা করে পুণ্য লাভ হয়। ধর্মীয় বিশ্বাস আছে যে এ দিনে গঙ্গায় স্নান ও উপবাস করলে ভক্তরা মোক্ষলাভ করেন।
6 / 11
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পৌষ পূর্ণিমা ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার পালিত হবে। সেই সঙ্গে এদিন একসঙ্গে গঠিত হচ্ছে ৭টি বিশেষ ও বিরল শুভযোগ। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ, প্রীতি যোগ, রবি যোগ এবং গুরু পুষ্য যোগ গঠিত হবে এদিন।
7 / 11
সোনা-রুপো: গুরু পুষ্য যোগের সময় সোনা ও রূপোর গয়না বা জিনিসপত্র কিনলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ দুটি ধাতুই সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এদিন বাড়িতে কিনে নিয়ে এলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। ঘরে সম্পদও বৃদ্ধি পায়।
8 / 11
ছোলা মসুর ডাল: ২৫ জানুয়ারি, গুরু পুষ্য যোগের সময় ছোলার ডাল কিনতে পারেন। কারণ ছোলার ডাল বৃহস্পতি গ্রহের সঙ্গে জড়িত। জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান মজবুত করতে ছোলা ডাল ঘরে আনুন। তাতে দেবী লক্ষ্মীও খুব খুশি থাকেন।
9 / 11
গাড়ি বা বাড়ি: এদিনে একটি শুভ যোগ তৈরি হওয়ার সময়, নতুন গাড়ি বা বাড়ি কেনা খুব শুভ হতে পারে। তাই এদিন শুভমুহূর্ত দেখে গাড়ি বা বাড়ি কিনতে পারেন
10 / 11
এদিন অক্ষত, সিঁদুর, ধর্মীয় বই, দেব-দেবীর মূর্তি ইত্যাদির মতো পুজোর সামগ্রী কিনতে পারেন। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে ও শুভ ফল পাবেন
11 / 11
এই শুভ যোগগুলির মধ্যে সময় করে কোনও জিনিস যদি কিনতে না পারেন, তাহলে আচার অনুসারে দেবী লক্ষ্মীর পূজা করুন। শ্রী সুক্ত পাঠ করতে পারেন। তাতেও শুভ ফল মিলবেষ বাড়িতে সমৃদ্ধির বন্যা বইবে, অর্থের অভাব দূর হবে দ্রুত।