AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সস্তায় BSNL-এর জবরদস্ত প্ল্যান, একবার রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্তে, সঙ্গে 1095GB ডেটা

BSNL Yearly Plan: সরকারি টেলকো BSNL-এর ঝুলিতে রয়েছে চমৎকার একটি রিচার্জ প্ল্যান। সেই প্ল্যানটি গ্রাহকরা একবার রিচার্জ করবেন, সারা বছর নিশ্চিন্তে থাকতে পারবেন।

| Edited By: | Updated on: Jan 31, 2023 | 8:23 PM
Share
দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিত্যদিনই নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। গ্রাহকদের আকৃষ্ট করে Jio, Airtel বা Vi-এর কাছে সস্তা, দামি মিলিয়ে রিচার্জ প্যাকের সুবিস্তৃত রেঞ্জ রয়েছে। এদিকে গ্রাহকরাও এমন একটা প্ল্যান রিচার্জ করতে চান, যা তাঁদের বারবার রিচার্জের ঝক্কি থেকে রেহাই দেবে।

দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিত্যদিনই নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। গ্রাহকদের আকৃষ্ট করে Jio, Airtel বা Vi-এর কাছে সস্তা, দামি মিলিয়ে রিচার্জ প্যাকের সুবিস্তৃত রেঞ্জ রয়েছে। এদিকে গ্রাহকরাও এমন একটা প্ল্যান রিচার্জ করতে চান, যা তাঁদের বারবার রিচার্জের ঝক্কি থেকে রেহাই দেবে।

1 / 8
Jio, Vi বা Airtel-এর রিচার্জ প্ল্যানগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। সরকারি BSNL-এর ট্যারিফ প্ল্যান সম্পর্কে সেভাবে আলোচনা করা হয় না। কিন্তু হিসেব বলছে, বেসরকারি টেলকোগুলির থেকে BSNL রিচার্জ প্ল্যান অনেক সস্তার। তেমনই একটা সস্তার বিএসএনএল প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া যাক।

Jio, Vi বা Airtel-এর রিচার্জ প্ল্যানগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। সরকারি BSNL-এর ট্যারিফ প্ল্যান সম্পর্কে সেভাবে আলোচনা করা হয় না। কিন্তু হিসেব বলছে, বেসরকারি টেলকোগুলির থেকে BSNL রিচার্জ প্ল্যান অনেক সস্তার। তেমনই একটা সস্তার বিএসএনএল প্ল্যান সম্পর্কে বিশদ তথ্য জেনে নেওয়া যাক।

2 / 8
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL-এর কাছে চমৎকার একটি বার্ষিক প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটির জন্য গ্রাহকদের বছরে 1,999 টাকা খরচ করতে হয়। প্ল্যানটির বৈধতা 12 মাস বা এক বছর। এখন এই প্ল্যানের খরচই যদি মাসিক ভিত্তিতে ধরা হয়, তাহলে গ্রাহকদের মাত্র 166 টাকা খরচ করতে হয়।

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL-এর কাছে চমৎকার একটি বার্ষিক প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটির জন্য গ্রাহকদের বছরে 1,999 টাকা খরচ করতে হয়। প্ল্যানটির বৈধতা 12 মাস বা এক বছর। এখন এই প্ল্যানের খরচই যদি মাসিক ভিত্তিতে ধরা হয়, তাহলে গ্রাহকদের মাত্র 166 টাকা খরচ করতে হয়।

3 / 8
এখন সবথেকে বড় বিষয়টি হল, BSNL-এর 1,999 টাকার প্ল্যানে গ্রাহকদের কী অফার করা হয়? এই প্ল্যানে BSNL ইউজাররা প্রাথমিক ভাবে আনলিমিটেড কলিংয়ের অফার পেয়ে যাবেন। অর্থাৎ, প্ল্যানটি একবার রিচার্জ করলে আপনি 365 দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। সারা বছর ফোন কলের জন্য রিচার্জের দরকার হবে না।

এখন সবথেকে বড় বিষয়টি হল, BSNL-এর 1,999 টাকার প্ল্যানে গ্রাহকদের কী অফার করা হয়? এই প্ল্যানে BSNL ইউজাররা প্রাথমিক ভাবে আনলিমিটেড কলিংয়ের অফার পেয়ে যাবেন। অর্থাৎ, প্ল্যানটি একবার রিচার্জ করলে আপনি 365 দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। সারা বছর ফোন কলের জন্য রিচার্জের দরকার হবে না।

4 / 8
এই প্ল্যানের আর একটি আকর্ষণীয় অফার হল তার বিপুল পরিমাণ ডেটা। 1,999 টাকার BSNL প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3GB করে ডেটা অফার করা হয়। কী বিরাট পরিমাণ ডেটা বুঝতে পারছেন তো! 365 দিনের হিসেবে দেখতে গেলে আপনি পেয়ে যাচ্ছেন মোট 1095GB ডেটা।

এই প্ল্যানের আর একটি আকর্ষণীয় অফার হল তার বিপুল পরিমাণ ডেটা। 1,999 টাকার BSNL প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3GB করে ডেটা অফার করা হয়। কী বিরাট পরিমাণ ডেটা বুঝতে পারছেন তো! 365 দিনের হিসেবে দেখতে গেলে আপনি পেয়ে যাচ্ছেন মোট 1095GB ডেটা।

5 / 8
BSNL 1999 টাকার প্ল্যানটির আর একটি জবরদস্ত অফার হল তার বিপুল পরিমাণ SMS অফার। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁর এক বছর অর্থাৎ 365 দিন ধরে প্রতিদিন 100টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ পেয়ে যাবেন।

BSNL 1999 টাকার প্ল্যানটির আর একটি জবরদস্ত অফার হল তার বিপুল পরিমাণ SMS অফার। এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁর এক বছর অর্থাৎ 365 দিন ধরে প্রতিদিন 100টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানোর সুযোগ পেয়ে যাবেন।

6 / 8
তবে এই প্ল্যানের আর একটি সমস্যা হল 3GB ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 40Kbps-এ নেমে আসবে। যদিও এই প্ল্যান তাঁদের জন্য সেরা, যাঁদের দৈনিক ভিত্তিতে বিপুল পরিমাণ ডেটার প্রয়োজন হয়। গ্রাহকরা BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

তবে এই প্ল্যানের আর একটি সমস্যা হল 3GB ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 40Kbps-এ নেমে আসবে। যদিও এই প্ল্যান তাঁদের জন্য সেরা, যাঁদের দৈনিক ভিত্তিতে বিপুল পরিমাণ ডেটার প্রয়োজন হয়। গ্রাহকরা BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

7 / 8
কিন্তু BSNL রিচার্জ প্ল্যান, তার বিপুল পরিমাণ ডেটার অফার, এসব নিয়ে কী করবেন ব্যবহারকারীরা! এখনও তো দেশে BSNL-এর 4G নেটওয়ার্কই চালু হল না। তাহলে আর ইন্টারনেট স্পিড নিয়ে কী-ই বা করবেন গ্রাহকরা। সূত্রের খবর, চলতি বছরেই দেশের বিভিন্ন প্রান্তে BSNL 4G নেটওয়ার্ক চালু হয়ে যাবে।

কিন্তু BSNL রিচার্জ প্ল্যান, তার বিপুল পরিমাণ ডেটার অফার, এসব নিয়ে কী করবেন ব্যবহারকারীরা! এখনও তো দেশে BSNL-এর 4G নেটওয়ার্কই চালু হল না। তাহলে আর ইন্টারনেট স্পিড নিয়ে কী-ই বা করবেন গ্রাহকরা। সূত্রের খবর, চলতি বছরেই দেশের বিভিন্ন প্রান্তে BSNL 4G নেটওয়ার্ক চালু হয়ে যাবে।

8 / 8