Rajasthan: নতুন বছর রাজস্থানে কাটানোর প্ল্যান করছেন? রইল ৫টি অফবিট জায়গার খোঁজ
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 30, 2021 | 5:23 PM
মরুভূমির মাঝখানে অবস্থিত রাজস্থানে পর্যটন কেন্দ্রের সংখ্যা নেহাত কম নয়। সারা বছর কম-বেশি পর্যটকের ভিড় লেগে থাকে এই রাজ্যে। কিন্তু নতুন বছর যদি রাজস্থানে কাটাতে চান তাহলে কোন কোন জায়গাকে বাকেট লিস্টে রাখবেন দেখে নিন...
1 / 5
নওয়ালগড়: রাজস্থানের একটি ছোট শহর নওয়ালগড়। এটি শেখাওয়াটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। শহরটি সুন্দর হাভেলির জন্য বেশ পরিচিত এবং এই শহর হাভেলির ভূমি নামেও পরিচিত। তবে নওয়ালগড় একটি পর্যটন স্থান হিসাবে বিখ্যাত নয়। এখানকার কিছু প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে রূপ নিবাস প্রাসাদ, নওয়ালগড় দুর্গ, মুরারকা হাভেলি, ভগত হাভেলি, বংশীধর ভগত হাভেলি, চোখানি হাভেলি, পোদ্দার হাভেলি, বেদিয়া হাভেলি এবং চুড়ি ওয়ালি হাভেলি।
2 / 5
লঙ্গেওয়ালা: রাজস্থানের এই গ্রামের সঙ্গে জড়িত রয়েছে ইতিহাস। ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এই লঙ্গেওয়ালা গ্রামেই। এই একই জায়গায় বলিউডের বিখ্যাত সিনেমা 'বর্ডার' এর শুটিং হয়েছিল। থর মরুভূমির মাঝখানে অবস্থিত, এই গ্রামটি একটি দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে।
3 / 5
বুন্দি: রাজস্থানের আরেকটি অফবিট জায়গা হল কোটার কাছে অবস্থিত বুন্দি। এই অঞ্চলে প্রায় ৫০টি স্টেপওয়েলস। এছাড়া এখানে রয়েছে বহু পুরনো হাভেলি যা স্থাপত্য সৌন্দর্যের জন্য পরিচিত। বুন্দিতে রানি জি কি বাওরি, বুন্দি প্রাসাদ, তারাগড় দুর্গ এবং সুখ মহল মিস করবেন না।
4 / 5
বাড়মের: বারমের রাজস্থানের থর মরুভূমির মধ্যে অবস্থিত। যাঁরা একান্তে নতুন বছর উদযাপন করতে চান তাঁদের জন্য এই অফবিট শহরটি সেরা। এই শহরটি তার মরুভূমির জন্য বেশ বিখ্যাত এবং বারমেরের মহাবর টিলাগুলি বেশ আশ্চর্যজনক। এছাড়াও সিওয়ানা ফোর্ট, যোগমায়া মন্দির এবং ব্রহ্মা মন্দির এখানকার কিছু গুরুত্বপূর্ণ পর্যটন স্থান।
5 / 5
আলসিসার: ছোট শহর আলসিসার রাজস্থানের ঝুনঝুনু জেলায় অবস্থিত এবং এটি মরুভূমি দ্বারা বেষ্টিত। এই গন্তব্যটি বিশাল আলসিসার মহলের জন্য বিখ্যাত যা রাজপুত স্থাপত্য সৌন্দর্যের জীবন্ত উদাহরণ। যদিও এখন এই প্রাসাদটি একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়েছে। এছাড়াও এখানে কেজরিওয়াল হাভেলি, লক্ষ্মী নারায়ণ মন্দির এবং রাম জাস ঝুনঝুনওয়ালা কি হাভেলির মত কিছু আকর্ষণীয় স্থান রয়েছে।