Bangla NewsPhoto gallery Celebrity Nutritionist Rujuta Diwekar shared 5 foods that naturally relieve headaches and acidity
Health Tips: মাথাব্যথা হোক বা অ্যাসিডিটি, এই ৫ খাবারেই সুস্থ থাকবে শরীর
Diet Tips: মাথাব্যথা বা অ্যাসিডিটির মতো সমস্যাগুলো জানান দিয়ে আসে না। কিন্তু এই ধরনের সমস্যা শারীরিক অস্বস্তি ও জটিলতা বাড়িয়ে তোলে। তাই সেলেব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকর ৫টি খাবার শেয়ার করেছেন, যা এই ধরনের সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে।