Censored Movies: বড় পর্দার নিষিদ্ধ ছবি এবার আপনার হাতের মুঠোয়, জেনে নিন কোন ওটিটিতে মিলছে কী?

Banned Indian Films: মূলত ফুলন দেবীর জীবনের উপর তৈরি এই ছবিতে বেশ কিছু নির্যাতনের দৃশ্য দেখানোর কারণেই প্রেক্ষাগৃহে চলার অনুমতি পায়নি এই ছবি

| Edited By: | Updated on: Jan 05, 2023 | 11:08 AM
বি টাউনের ইতিহাসে বহু এমন ছবি রয়েছে যেগুলি খোলামেলা দৃশ্য দেখানোর জন্য সেন্সর বোর্ডে গিয়ে আটকেছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে সাফল্য পেয়েছে এই ছবি গুলিই। কারণ একটাই, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজপ্রাপ্ত ছবিতে সেন্সরের হস্তক্ষেপ নেই। এই তালিকায় রয়েছে কোন কোন হিন্দি সিনেমা গুলি? দেখে নেওয়া যাক...

বি টাউনের ইতিহাসে বহু এমন ছবি রয়েছে যেগুলি খোলামেলা দৃশ্য দেখানোর জন্য সেন্সর বোর্ডে গিয়ে আটকেছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে সাফল্য পেয়েছে এই ছবি গুলিই। কারণ একটাই, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজপ্রাপ্ত ছবিতে সেন্সরের হস্তক্ষেপ নেই। এই তালিকায় রয়েছে কোন কোন হিন্দি সিনেমা গুলি? দেখে নেওয়া যাক...

1 / 7
২০১৪-এ  মুক্তি প্রাপ্ত 'আন ফ্রিডম' নিয়ে বহু বিতর্ক হয়েছিল। কারণ এই ছবিতে সমকামীতা দেখানো হয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেওয়া হয়নি এই ছবিকে। পরে নেটফ্লিক্সে মুক্তি পায় 'আন ফ্রিডম।'

২০১৪-এ মুক্তি প্রাপ্ত 'আন ফ্রিডম' নিয়ে বহু বিতর্ক হয়েছিল। কারণ এই ছবিতে সমকামীতা দেখানো হয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেওয়া হয়নি এই ছবিকে। পরে নেটফ্লিক্সে মুক্তি পায় 'আন ফ্রিডম।'

2 / 7
অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি 'ব্ল্যাক ফ্রাইডে' প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। এরপর ডিসনি হটস্টারে রিলিজ হয় এই ছবি।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি 'ব্ল্যাক ফ্রাইডে' প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। এরপর ডিসনি হটস্টারে রিলিজ হয় এই ছবি।

3 / 7
রাহুল ঢোলাকিয়ার 'পারজানিয়া' প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কারণ এই ছবিতে গুজরাট দাঙ্গা প্রেক্ষাপটে তৈরি। পরে ডিসনি হটস্টারে মুক্তি পায় এই ছবি।

রাহুল ঢোলাকিয়ার 'পারজানিয়া' প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কারণ এই ছবিতে গুজরাট দাঙ্গা প্রেক্ষাপটে তৈরি। পরে ডিসনি হটস্টারে মুক্তি পায় এই ছবি।

4 / 7
রত্না পাঠক, কঙ্কনা সেন অভিনীত বহু চর্তিত ছবি 'লিপ্সটিক আন্ডার মাই বুরখা' কে ২০১৬-এ ব্যান করেছিল সেন্সর বোর্ড। পরে আমাজন প্রাইমে মুক্তি পায় এই ছবি।

রত্না পাঠক, কঙ্কনা সেন অভিনীত বহু চর্তিত ছবি 'লিপ্সটিক আন্ডার মাই বুরখা' কে ২০১৬-এ ব্যান করেছিল সেন্সর বোর্ড। পরে আমাজন প্রাইমে মুক্তি পায় এই ছবি।

5 / 7
পরিচালক শেখর কাপুরের ছবি 'ব্যানডিট কুইন' প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পরে তা সিনেমা হল থেকে তুলে নেওয়া হয়। মূলত ফুলন দেবীর জীবনের উপর তৈরি এই ছবিতে বেশ কিছু নির্যাতনের দৃশ্য দেখানোর কারণেই প্রেক্ষাগৃহে চলার অনুমতি পায়নি এই ছবি।

পরিচালক শেখর কাপুরের ছবি 'ব্যানডিট কুইন' প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পরে তা সিনেমা হল থেকে তুলে নেওয়া হয়। মূলত ফুলন দেবীর জীবনের উপর তৈরি এই ছবিতে বেশ কিছু নির্যাতনের দৃশ্য দেখানোর কারণেই প্রেক্ষাগৃহে চলার অনুমতি পায়নি এই ছবি।

6 / 7
দীপা মেহেতার ছবি 'ফায়ার'কেও সেন্সরবোর্ড সিনেমা হলে রিলিজের অনুমতি দেয়নি। এই ছবির প্রেক্ষাপট ছিল সমকামীতা। বর্তমানে ইউটিউবে রয়েছে এই ছবি।

দীপা মেহেতার ছবি 'ফায়ার'কেও সেন্সরবোর্ড সিনেমা হলে রিলিজের অনুমতি দেয়নি। এই ছবির প্রেক্ষাপট ছিল সমকামীতা। বর্তমানে ইউটিউবে রয়েছে এই ছবি।

7 / 7
Follow Us: