চৈত্রের শেষে বেঙ্গালুরু সেজে উঠেছে গোলাপি ফুলের মেলায়। সকালে বাইরে বেড়িয়ে আপনার এক মিনিটের জন্য মনে হতে পারে যে আপনি জাপানে এসে গেছেন। কিন্তু না, এ হল বেঙ্গালুরুর সড়ক।
এই দৃশ্য ফিল্মি হলেও বেঙ্গালুরুতে যে বসন্তের ছোঁয়া লেগেছে তা এই দৃশ্য দেখে বেশ বোঝা যাচ্ছে। এখন বেঙ্গালুরুর তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস। তবুও শহরের এই গোলাপি সৌন্দর্য গরম ভুলে মন কেড়ে নেয়। এই দৃশ্য দেখে বেঙ্গালুরুকে 'পিঙ্ক সিটি' বললেও ভুল হবে না।
থোকা থোকা এই গোলাপি ফুলের সমাহারে সেজে উঠেছে গোটা শহর। এই ফুলের নাম তাবেবুইয়া রোজিয়া। এই ফুলের সৌন্দর্যে মেতে উঠেছে বেঙ্গালুরুবাসী। জাপানের চাইতে কম কি সুন্দর লাগছে বলুন তো?
এই তাবেবুইয়া রোজিয়া নামক গাছটি ব্রিটিশদের হাত ধরে এই শহরে আসে। বসন্ত বিদায়ের সঙ্গে এই গাছ গোলাপি ফুলে ভোরে ওঠে। যদিও এই ফুলের সঙ্গে জাপানের চেরি ব্লসমের কোনও মিল নেই। তবুও এর গোলাপি আভা 'চেরি ব্লসম'-এর মতই সুন্দর।
বেঙ্গালুরুর প্রতিটি রাস্তা এখন এই গোলাপি ফুলে ভরে গিয়েছে। এই সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারছেন না শহরবাসী। তাই তো এই ছবি শহরের বাসিন্দারাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নাই বা হোক চেরি ব্লসম, তবু এই তাবেবুইয়া রোজিয়া কম কীসের...
আমাদের কলকাতা শহরেও আপনি এই গোলাপি ফুলের দৃশ্য দেখতে পাবেন। শহর থেকে একটু নিউটাউনের দিকে আসুন। কিংবা ইএম বাইপাসের রাস্তা ধরে হেঁটে চলুন। চোখে পড়বে এমনই গোলাপি সৌন্দর্য...