Cheteshwar Pujara: শততম টেস্টে কীর্তি পূজারার, ‘শত্রু’ শিবির দিল বিশেষ উপহার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 19, 2023 | 6:04 PM

IND vs AUS, BGT 2023: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেরিয়ারের শততম টেস্টে খেললেন ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। মাইলস্টোন ম্যাচের প্রথম ইনিংসে লজ্জার নজির গড়েছিলেন পূজারা। দ্বিতীয় ইনিংসে কীর্তি গড়লেন পূজ্জি। অজিদের বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাটেই এসেছে ম্যাচ জেতানো শট। প্রতিপক্ষ দলের কাছ থেকে পেয়েছেন বিশেষ উপহারও।

1 / 8
১৩ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলার নজির গড়েছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। আর নিজের কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে লজ্জার নজিরও গড়েছিলেন পূজারা। অরুণ জেটলি স্টেডিয়ামে ১০০তম টেস্টের প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন পূজারা। (ছবি-পিটিআই)

১৩ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে খেলার নজির গড়েছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। আর নিজের কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে লজ্জার নজিরও গড়েছিলেন পূজারা। অরুণ জেটলি স্টেডিয়ামে ১০০তম টেস্টের প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন পূজারা। (ছবি-পিটিআই)

2 / 8
১০০তম টেস্ট খেলতে নামা পূজারা দ্বিতীয় ইনিংসে গড়েছেন এক কীর্তি। দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য টিম ইন্ডিয়ার কাছে ১১৫ রানের টার্গেট ছিল। এই ম্যাচে উইনিং শটটি এসেছে পূজারার ব্যাটে। (ছবি-পিটিআই)

১০০তম টেস্ট খেলতে নামা পূজারা দ্বিতীয় ইনিংসে গড়েছেন এক কীর্তি। দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য টিম ইন্ডিয়ার কাছে ১১৫ রানের টার্গেট ছিল। এই ম্যাচে উইনিং শটটি এসেছে পূজারার ব্যাটে। (ছবি-পিটিআই)

3 / 8
চেতেশ্বর পূজারা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ম্যাচ জেতানো শেষ শটটি খেলেছেন। (ছবি-চেতেশ্বর পূজারা টুইটার)

চেতেশ্বর পূজারা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ম্যাচ জেতানো শেষ শটটি খেলেছেন। (ছবি-চেতেশ্বর পূজারা টুইটার)

4 / 8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ২৭তম ওভারে বল করেন টড মার্ফি। সেই ওভারের প্রথম তিনটি বলে কোনও রান পাননি চেতেশ্বর পূজারা। চতুর্থ বলে চার মেরে (উইনিং শট) দলকে জেতান তিনি। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ২৭তম ওভারে বল করেন টড মার্ফি। সেই ওভারের প্রথম তিনটি বলে কোনও রান পাননি চেতেশ্বর পূজারা। চতুর্থ বলে চার মেরে (উইনিং শট) দলকে জেতান তিনি। (ছবি-পিটিআই)

5 / 8
চেতেশ্বর পূজারা ছাড়া কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে উইনিং শট খেলেছেন আর একজন ক্রিকেটার। তিনি হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনিতে তিনি জোহান বোথাকে চার মেরে দলকে জিতিয়েছিলেন। (ছবি-পিটিআই)

চেতেশ্বর পূজারা ছাড়া কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে উইনিং শট খেলেছেন আর একজন ক্রিকেটার। তিনি হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনিতে তিনি জোহান বোথাকে চার মেরে দলকে জিতিয়েছিলেন। (ছবি-পিটিআই)

6 / 8
ম্যাচের শেষে পূজারা বলেন, "এটা একটা দারুণ টেস্ট ম্যাচ হল। দুর্ভাগ্যবশত, প্রথম ইনিংসে আমি রান পাইনি। তবে শততম টেস্টে ম্যাচ জেতানো রানটি করার পর দারুণ লেগেছে। একটা বিশেষ অনুভূতি হল, আমার পরিবারও ম্যাচটা দেখেছে।" (ছবি-পিটিআই)

ম্যাচের শেষে পূজারা বলেন, "এটা একটা দারুণ টেস্ট ম্যাচ হল। দুর্ভাগ্যবশত, প্রথম ইনিংসে আমি রান পাইনি। তবে শততম টেস্টে ম্যাচ জেতানো রানটি করার পর দারুণ লেগেছে। একটা বিশেষ অনুভূতি হল, আমার পরিবারও ম্যাচটা দেখেছে।" (ছবি-পিটিআই)

7 / 8
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পূজারা। ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে তিনি আরও বলেন, "আমরা এই ম্যাচটা জিতেছি ঠিকই, পরের দু'টো ম্যাচেও আমরা জিততে চাই।" (ছবি-পিটিআই)

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পূজারা। ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে তিনি আরও বলেন, "আমরা এই ম্যাচটা জিতেছি ঠিকই, পরের দু'টো ম্যাচেও আমরা জিততে চাই।" (ছবি-পিটিআই)

8 / 8
দিল্লি টেস্টের শেষে শততম টেস্টে খেলার কীর্তি অর্জন করা চেতেশ্বর পূজারাকে বিশেষ উপহার দিয়েছে অজি শিবির। ১০০তম টেস্টে খেলার জন্য পূজারাকে পুরো অজি দলের ক্রিকেটারদের সই করা এক জার্সি উপহার হিসেবে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি- বিসিসিআই টুইটার)

দিল্লি টেস্টের শেষে শততম টেস্টে খেলার কীর্তি অর্জন করা চেতেশ্বর পূজারাকে বিশেষ উপহার দিয়েছে অজি শিবির। ১০০তম টেস্টে খেলার জন্য পূজারাকে পুরো অজি দলের ক্রিকেটারদের সই করা এক জার্সি উপহার হিসেবে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি- বিসিসিআই টুইটার)

Next Photo Gallery