Christmas Celebration: কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে ক্রিস্টমাস উদযাপন হয়, দেখে নিন সেই জায়গাগুলো…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 19, 2021 | 10:47 AM

বাঙালির কাছে ক্রিসমাসও অত্যন্ত উল্লেখযোগ্য একটা উৎসব। তার অন্যতম প্রধান কারণ এটাই বছরের শেষ উৎসব। কলকাতা ছাড়াও ভারতের বেশ কিছু জায়গায় খুব ভাল ভাবে পালন করা হয় এই উৎসব...

1 / 6
গোয়া: ভারতে ক্রিসমাস উদযাপনের জন্য গোয়ার চেয়ে ভাল কোন জায়গা নেই। জায়গাটি জমকালো উদযাপনের জন্য সবসময় প্রস্তুত। বড়দিনের উৎসবের সময় গোয়া প্রাণবন্ত আলো এবং পয়েনসেটিয়া ফুলের সঙ্গে সাজানো হয়।

গোয়া: ভারতে ক্রিসমাস উদযাপনের জন্য গোয়ার চেয়ে ভাল কোন জায়গা নেই। জায়গাটি জমকালো উদযাপনের জন্য সবসময় প্রস্তুত। বড়দিনের উৎসবের সময় গোয়া প্রাণবন্ত আলো এবং পয়েনসেটিয়া ফুলের সঙ্গে সাজানো হয়।

2 / 6
দিল্লি: আপনি দিল্লিতে সুন্দর ক্রিসমাস উদযাপন দেখতে পারেন। উৎসবের সময় জাতীয় রাজধানী আলোকসজ্জা এবং ক্রিসমাস ট্রি দিয়ে সজ্জিত করা হয়।

দিল্লি: আপনি দিল্লিতে সুন্দর ক্রিসমাস উদযাপন দেখতে পারেন। উৎসবের সময় জাতীয় রাজধানী আলোকসজ্জা এবং ক্রিসমাস ট্রি দিয়ে সজ্জিত করা হয়।

3 / 6
কেরালা: কেরালা বড়দিন উদযাপনের জন্য চমৎকার জায়গা। জায়গাটিতে অনেক গীর্জা আছে এবং সেগুলো সুন্দর আলো দিয়ে সাজানো হয়।

কেরালা: কেরালা বড়দিন উদযাপনের জন্য চমৎকার জায়গা। জায়গাটিতে অনেক গীর্জা আছে এবং সেগুলো সুন্দর আলো দিয়ে সাজানো হয়।

4 / 6
মুম্বই: আপনি মুম্বইতে বড়দিন উদযাপন করতে পারেন। ভারতে ক্রিসমাস উদযাপন করার জন্য এই শহরটি একটি আশ্চর্যজনক জায়গা। এই শহরে এই উৎসবটি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়।

মুম্বই: আপনি মুম্বইতে বড়দিন উদযাপন করতে পারেন। ভারতে ক্রিসমাস উদযাপন করার জন্য এই শহরটি একটি আশ্চর্যজনক জায়গা। এই শহরে এই উৎসবটি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়।

5 / 6
সিমলা এবং মানালি: আপনি সিমলা এবং মানালিতে বড়দিন উদযাপন করতে পারেন। এই পার্বত্য অঞ্চলে ক্রিসমাসের উৎসব উপভোগ করা যায়।

সিমলা এবং মানালি: আপনি সিমলা এবং মানালিতে বড়দিন উদযাপন করতে পারেন। এই পার্বত্য অঞ্চলে ক্রিসমাসের উৎসব উপভোগ করা যায়।

6 / 6
বেঙ্গালুরু: বেঙ্গালুরু বড়দিন উদযাপনের জন্য একটি চমৎকার জায়গা। ক্রিসমাস উৎসবের সময় শহরটি সুন্দরভাবে সাজানো হয় এবং আপনি এখানে আশ্চর্যজনক খাবার উপভোগ করতে পারেন।

বেঙ্গালুরু: বেঙ্গালুরু বড়দিন উদযাপনের জন্য একটি চমৎকার জায়গা। ক্রিসমাস উৎসবের সময় শহরটি সুন্দরভাবে সাজানো হয় এবং আপনি এখানে আশ্চর্যজনক খাবার উপভোগ করতে পারেন।

Next Photo Gallery