Actors REFUND Money: ক্ষতিপূরণ বাবদ আমির খান ফেরৎ দিতে পারেন টাকা, অতীতেও এমন করেছেন অনেক তারকাই

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 16, 2022 | 7:27 AM

Actors REFUND Money: আমির খানের ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস কালেকশন আশানুরূপ নয়, শোনা যাচ্ছে তিনি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত।  

1 / 6
আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। প্রায় আড়াই বছর ধরে তৈরি হওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা দিতে পারেনি। সূত্রের খবর যে আমির খান যেহেতু ছবির সহ-প্রযোজক, তাই জন্য ক্ষতিগ্রস্থ পরিবেশকদের আংশিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছেন। অতীতেও অনেক অভিনেতা এমন করেছেন।

আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। প্রায় আড়াই বছর ধরে তৈরি হওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা দিতে পারেনি। সূত্রের খবর যে আমির খান যেহেতু ছবির সহ-প্রযোজক, তাই জন্য ক্ষতিগ্রস্থ পরিবেশকদের আংশিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছেন। অতীতেও অনেক অভিনেতা এমন করেছেন।

2 / 6
আমির খানই এমন ভাবছেন তা নয়, বলিউডের আর এক খান শাহরুখও এর আগে পরিবেশকদের ক্ষতির ৫০ শতাংশ ফেরত দিয়েছিলেন। তাঁর ছবি ‘দিলওয়ালে’ নিয়ে ছিল উচ্চ আশা, কিন্তু ছবি আশানুরূপ ফল করেনি, ফলে শাহরুখ এই সিদ্ধান্ত নেন। ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন।

আমির খানই এমন ভাবছেন তা নয়, বলিউডের আর এক খান শাহরুখও এর আগে পরিবেশকদের ক্ষতির ৫০ শতাংশ ফেরত দিয়েছিলেন। তাঁর ছবি ‘দিলওয়ালে’ নিয়ে ছিল উচ্চ আশা, কিন্তু ছবি আশানুরূপ ফল করেনি, ফলে শাহরুখ এই সিদ্ধান্ত নেন। ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন।

3 / 6
শুধু ‘দিলওয়ালে’ সিনেমাই নয়, শোনা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খান তাঁর ‘জব হ্যারি মেট সেজাল’ ছবির ব্যর্থতার জন্য পরিবেশকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। ইমতিয়াজ আলির এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আনুষ্কা শর্মা।

শুধু ‘দিলওয়ালে’ সিনেমাই নয়, শোনা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খান তাঁর ‘জব হ্যারি মেট সেজাল’ ছবির ব্যর্থতার জন্য পরিবেশকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। ইমতিয়াজ আলির এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আনুষ্কা শর্মা।

4 / 6
২০০২ সালের ১৫ অগস্ট মুক্তি পায় রজনীকান্ত অভিনীত ছবি ‘বাবা’। সেই ছবি বক্স অফিসে হিট হতে ব্যর্থ হওয়ার পরে পরিবেশকদের টাকা ফেরত দিয়েছিলেন রজনীকান্ত। অক্ষয় কুমার এই খবর সামনে আনেন।

২০০২ সালের ১৫ অগস্ট মুক্তি পায় রজনীকান্ত অভিনীত ছবি ‘বাবা’। সেই ছবি বক্স অফিসে হিট হতে ব্যর্থ হওয়ার পরে পরিবেশকদের টাকা ফেরত দিয়েছিলেন রজনীকান্ত। অক্ষয় কুমার এই খবর সামনে আনেন।

5 / 6
বাবা-ছেলের ছবি ‘আচার্য’। রাম চরণ এবং চিরঞ্জীবী অভিনীত এই ছবির ব্যবসা ভাল হয়নি। তাই ছবির ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণের বাবা-ছেলে জুটি  পরিবেশকদের ক্ষতিপূরণ দিয়েছেন বলেই খবর। রাম চরণের ট্রিপল আর ছবির পরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে লাভের মুখ দেখাতে ব্যর্থ হয়েছে। বাংলা যীশু সেনগুপ্ত এই ছবির অংশ।

বাবা-ছেলের ছবি ‘আচার্য’। রাম চরণ এবং চিরঞ্জীবী অভিনীত এই ছবির ব্যবসা ভাল হয়নি। তাই ছবির ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণের বাবা-ছেলে জুটি পরিবেশকদের ক্ষতিপূরণ দিয়েছেন বলেই খবর। রাম চরণের ট্রিপল আর ছবির পরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে লাভের মুখ দেখাতে ব্যর্থ হয়েছে। বাংলা যীশু সেনগুপ্ত এই ছবির অংশ।

6 / 6
খবর অনুযায়ী, সলমন খান তাঁর সিনেমা ‘টিউবলাইট’-এর কারণে ক্ষতিগ্রস্থ ডিস্ট্রিবিউটরদের ৩২.৫ কোটি টাকা ফেরত দিয়েছিলেন। ছবিটি অনেকের পছন্দ হলেও বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। কবীর খান পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১৭ সালে।

খবর অনুযায়ী, সলমন খান তাঁর সিনেমা ‘টিউবলাইট’-এর কারণে ক্ষতিগ্রস্থ ডিস্ট্রিবিউটরদের ৩২.৫ কোটি টাকা ফেরত দিয়েছিলেন। ছবিটি অনেকের পছন্দ হলেও বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। কবীর খান পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১৭ সালে।

Next Photo Gallery