Sourav Ganguly’s Birthday: মহারাজের বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী, দেখুন ছবি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দাদার ৪৯তম জন্মদিনে সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে আজ, বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে বেরিয়ে বেহালায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এর আগেও সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এ ভাবে বাড়িতে পৌঁছে যেতে দেখা যায়নি মমতাকে। চলতি বছরেই প্রাক্তন ভারত অধিনায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ও তাঁকে দেখতে ছুটে গিয়েছিলেন মমতা।
Most Read Stories