Singer Papon Controversy: ফেসবুক লাইভে এসে নাবালিকাকে যৌন হেনস্থা! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিপাকে পাপন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 09, 2022 | 3:17 PM

Papon: বছর কয়েক আগেই এক নাবালিকা প্রতিযোগীকে যৌন হেনস্থা করার অভিযোগে গোটা দেশ জুড়ে ধিক্কার রব উঠেছিল তাঁর বিরুদ্ধে। জল গড়িয়েছিল আদালত পর্যন্তও। কী ঘটেছি লাইভ ভিডিয়োতে?

1 / 6
তাঁর সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। গায়ক পাপনকে তো চেনেন নিশ্চয়ই? এই অসমিয়া গায়কের ভক্তসংখ্যা সারা দেশ জুড়ে। তবে জানেন কি, বছর কয়েক আগেই এক নাবালিকা প্রতিযোগীকে যৌন হেনস্থা করার অভিযোগে গোটা দেশ জুড়ে ধিক্কার রব উঠেছিল তাঁর বিরুদ্ধে। জল গড়িয়েছিল আদালত পর্যন্তও। কী ঘটেছি লাইভ ভিডিয়োতে?

তাঁর সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। গায়ক পাপনকে তো চেনেন নিশ্চয়ই? এই অসমিয়া গায়কের ভক্তসংখ্যা সারা দেশ জুড়ে। তবে জানেন কি, বছর কয়েক আগেই এক নাবালিকা প্রতিযোগীকে যৌন হেনস্থা করার অভিযোগে গোটা দেশ জুড়ে ধিক্কার রব উঠেছিল তাঁর বিরুদ্ধে। জল গড়িয়েছিল আদালত পর্যন্তও। কী ঘটেছি লাইভ ভিডিয়োতে?

2 / 6
২০১৮ সালের ঘটনা। এক গানের রিয়ালিটি শো'য়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল পাপনকে। সেখানেই হোলি স্পেশ্যাল এপিসোডে তাঁর টিমের সঙ্গে উদযাপন করছিলেন তিনি। আচমকাই ফেসবুক লাইভ চলাকালীনই  ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।

২০১৮ সালের ঘটনা। এক গানের রিয়ালিটি শো'য়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল পাপনকে। সেখানেই হোলি স্পেশ্যাল এপিসোডে তাঁর টিমের সঙ্গে উদযাপন করছিলেন তিনি। আচমকাই ফেসবুক লাইভ চলাকালীনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।

3 / 6
গোটা দেশ সাক্ষী থাকে মাত্র ১১ বছর বয়সী এক প্রতিযোগীকে জাপটে ধরে ঠোঁটে চুম্বন করেন পাপন। যিনি ফেসবুক লাইভ করছিলেন, তিনিও হকচকিয়ে যান। জিজ্ঞাসা করেন, "এ কী হচ্ছে টা কী"? উত্তরে পাপন বলেন...

গোটা দেশ সাক্ষী থাকে মাত্র ১১ বছর বয়সী এক প্রতিযোগীকে জাপটে ধরে ঠোঁটে চুম্বন করেন পাপন। যিনি ফেসবুক লাইভ করছিলেন, তিনিও হকচকিয়ে যান। জিজ্ঞাসা করেন, "এ কী হচ্ছে টা কী"? উত্তরে পাপন বলেন...

4 / 6
"এ কী ফেসবুক লাইভ এখনও চলছে নাকি? বন্ধ করে দাও"--- ঘটনা ভাইরাল হতে বেশি সময়ে লাগেনি, গর্জে ওঠে গোটা দেশ। শুরু হয় বিস্তর তুলোধনা। কীভাবে ঠোঁটে চুমু খেতে পারেন পাপন, ওঠে প্রশ্ন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের বিচারপতি রুনা ভুঁইয়াও। এমনকি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফেও ঘটনায় হস্তক্ষেপ করা হয়? আর পাপন? তিনি কী বলেছিলেন?

"এ কী ফেসবুক লাইভ এখনও চলছে নাকি? বন্ধ করে দাও"--- ঘটনা ভাইরাল হতে বেশি সময়ে লাগেনি, গর্জে ওঠে গোটা দেশ। শুরু হয় বিস্তর তুলোধনা। কীভাবে ঠোঁটে চুমু খেতে পারেন পাপন, ওঠে প্রশ্ন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের বিচারপতি রুনা ভুঁইয়াও। এমনকি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফেও ঘটনায় হস্তক্ষেপ করা হয়? আর পাপন? তিনি কী বলেছিলেন?

5 / 6
বেশ কিছু সময় চুপ থাকার পর ফেসবুকেই একটি পোস্ট করেছিলেন পাপন। জানিয়েছিলেন স্ত্রীর সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্কে বেজায় খুশি। তাঁর দুই সন্তানও রয়েছে। তাই সন্তান স্নেহেই চুমু খেয়েছিলেন তিনি। তাঁর চুমুর মধ্যে কোনও যৌনতা ছিল না।

বেশ কিছু সময় চুপ থাকার পর ফেসবুকেই একটি পোস্ট করেছিলেন পাপন। জানিয়েছিলেন স্ত্রীর সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্কে বেজায় খুশি। তাঁর দুই সন্তানও রয়েছে। তাই সন্তান স্নেহেই চুমু খেয়েছিলেন তিনি। তাঁর চুমুর মধ্যে কোনও যৌনতা ছিল না।

6 / 6
এমনকি ওই প্রতিযোগীর বাবা-মাও পাপনের এই কথাতেই সম্মতি দেন। তবে গোটা দেশে উঠেছিল প্রতিরোধের ঝড়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঝড় আজ শান্ত। কিন্তু অতীত আজও পিছু ছাড়ে না...।

এমনকি ওই প্রতিযোগীর বাবা-মাও পাপনের এই কথাতেই সম্মতি দেন। তবে গোটা দেশে উঠেছিল প্রতিরোধের ঝড়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঝড় আজ শান্ত। কিন্তু অতীত আজও পিছু ছাড়ে না...।

Next Photo Gallery