Cristiano Ronaldo: যমজ সন্তানের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ সুপারস্টারের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ইন্সটাগ্রামে নিজেই সেই সুখবর জানিয়েছেন সিআর সেভেন (CR7)। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) যমজ সন্তানের (Twins) জন্ম দিতে চলেছেন। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ম্যান ইউ তারকার বাড়িতে এবং সিআর সেভেন সমর্থকদের মধ্যে। একসময় রোনাল্ডো মজা করে জানিয়েছিলেন, তাঁর জার্সি নম্বর ৭, তিনি চান তিনি যেন সাত সন্তানের বাবা হন। এই নিয়ে ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন সিআর সেভেন।

| Edited By: | Updated on: Oct 29, 2021 | 10:00 AM
ইন্সটাগ্রামে যমজ সন্তান হওয়ার সুখবর জানানোর পাশাপাশি আলট্রা সোনোগ্রাফির ছবি হাতে নিয়ে জর্জিনার সঙ্গে এই ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে যমজ সন্তান হওয়ার সুখবর জানানোর পাশাপাশি আলট্রা সোনোগ্রাফির ছবি হাতে নিয়ে জর্জিনার সঙ্গে এই ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

1 / 4
সিআর সেভেনের বর্তমানে চারটি সন্তান রয়েছে। বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র, তারপর দুই মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোস, ইভা মারিয়া ডস স্যান্টোস। সব থেকে ছোট ছেলের নাম মাতেও রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

সিআর সেভেনের বর্তমানে চারটি সন্তান রয়েছে। বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র, তারপর দুই মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোস, ইভা মারিয়া ডস স্যান্টোস। সব থেকে ছোট ছেলের নাম মাতেও রোনাল্ডো। (ছবি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্সটাগ্রাম)

2 / 4
আর্জেন্টাইন সুপার মডেল জর্জিনা এবং রোনাল্ডোর এর আগে একটি মেয়ে জন্ম নেয় ২০১৭ সালের নভেম্বরে।  (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

আর্জেন্টাইন সুপার মডেল জর্জিনা এবং রোনাল্ডোর এর আগে একটি মেয়ে জন্ম নেয় ২০১৭ সালের নভেম্বরে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

3 / 4
এই নিয়ে ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন সিআর সেভেন। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

এই নিয়ে ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন সিআর সেভেন। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

4 / 4
Follow Us: