Cristiano Ronaldo: রেড ডেভিলসদের সঙ্গে অনুশীলনে ফিরলেন রোনাল্ডো

প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২-০ জয়ের দিন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে এরিক ট্যান হাগ রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কোচ পরে তাঁকে বদলি হিসেবে নামতে বলার পরও, সিআর সেভেন তাতে রাজি হননি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তিনি টানেলের দিকে হাঁটা দেন। এরপর রেড ডেভিলসদের পক্ষ থেকে শাস্তি হিসেবে সিআর সেভেনকে পরের চেলসি ম্যাচে দলে রাখা হয়নি। সেই ম্যাচে ১-১ ড্র করেছে।

| Edited By: | Updated on: Oct 26, 2022 | 12:05 AM
প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২-০ জয়ের দিন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে এরিক ট্যান হাগ রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। কোচ পরে তাঁকে বদলি হিসেবে নামতে বলার পরও, সিআর সেভেন তাতে রাজি হননি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তিনি টানেলের দিকে হাঁটা দেন। এরপর রেড ডেভিলসদের পক্ষ থেকে শাস্তি হিসেবে সিআর সেভেনকে পরের চেলসি ম্যাচে দলে রাখা হয়নি। সেই ম্যাচে ১-১ ড্র করেছে। এ বার দলের সঙ্গে অনুশীলনে ফিরলেন পর্তুগিজ সুপারস্টার। (Pic Credit: B/R Football Twitter)

প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২-০ জয়ের দিন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে এরিক ট্যান হাগ রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। কোচ পরে তাঁকে বদলি হিসেবে নামতে বলার পরও, সিআর সেভেন তাতে রাজি হননি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তিনি টানেলের দিকে হাঁটা দেন। এরপর রেড ডেভিলসদের পক্ষ থেকে শাস্তি হিসেবে সিআর সেভেনকে পরের চেলসি ম্যাচে দলে রাখা হয়নি। সেই ম্যাচে ১-১ ড্র করেছে। এ বার দলের সঙ্গে অনুশীলনে ফিরলেন পর্তুগিজ সুপারস্টার। (Pic Credit: B/R Football Twitter)

1 / 5
চেলসি ম্যাচে ম্যান ইউ স্কোয়াডে না থাকার পাশাপাশি মূল দলের সঙ্গে অনুশীলনও করেননি সিআর সেভেন। এ বার তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করার জন্য মাঠে নেমে পড়লেন। (Pic Credit: B/R Football Twitter)

চেলসি ম্যাচে ম্যান ইউ স্কোয়াডে না থাকার পাশাপাশি মূল দলের সঙ্গে অনুশীলনও করেননি সিআর সেভেন। এ বার তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করার জন্য মাঠে নেমে পড়লেন। (Pic Credit: B/R Football Twitter)

2 / 5
২৮ অক্টোবর, শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ইউরোপা লিগের ম্যাচে শেরিফের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে রোনাল্ডো আবার রেড ডেভিলস স্কোয়াডে ফিরতে পারেন। (Pic Credit: B/R Football Twitter)

২৮ অক্টোবর, শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ইউরোপা লিগের ম্যাচে শেরিফের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে রোনাল্ডো আবার রেড ডেভিলস স্কোয়াডে ফিরতে পারেন। (Pic Credit: B/R Football Twitter)

3 / 5
হাসিমুখেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। (Pic Credit: B/R Football Twitter)

হাসিমুখেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। (Pic Credit: B/R Football Twitter)

4 / 5
ইউরোপা লিগের ‘ই’ গ্রুপে চার ম্যাচে তিনটিতে জিতে ও একটিতে হেরে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে ম্যান ইউ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ম্যান ইউকে। এ ছাড়াও তাকিয়ে থাকতে হবে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল সোসিদাদের ম্যাচের দিকেও। (Pic Credit: Twitter)

ইউরোপা লিগের ‘ই’ গ্রুপে চার ম্যাচে তিনটিতে জিতে ও একটিতে হেরে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে ম্যান ইউ। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ম্যান ইউকে। এ ছাড়াও তাকিয়ে থাকতে হবে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল সোসিদাদের ম্যাচের দিকেও। (Pic Credit: Twitter)

5 / 5
Follow Us: