ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে সিআর সেভেন হয়ে ওঠার শুরুটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই। তাঁর নেপথ্যে ছবির এই মানুষটিও। স্যর অ্যালেক্স ফার্গুসন। (ছবি : ইনস্টাগ্রাম)
পর্তুগালের অন্যতম সেরা তারকা রোনাল্ডোর কেরিয়ারে অধরা বিশ্বকাপ। কাতারেই হয়তো কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। এক রাশ হতাশায় কেটেছে বিশ্বকাপ। (ছবি : ইনস্টাগ্রাম)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বিতর্ক, বিশ্বকাপে হতাশার আশার আলো বিশাল অর্থে সৌদির ক্লাব আল নাসেরে সই করা। তাঁকে স্বাগত জানানো হয় রাজার মতোই। (ছবি : ইনস্টাগ্রাম)
আল নাসেরের হয়ে প্রথম গোল এসেছে ক্লাবের গত ম্যাচে। যদিও তা পেনাল্টি থেকে। সৌদি ফুটবলে রোনাল্ডোর সেই চমক এখনও দেখা যায়নি। (ছবি : ইনস্টাগ্রাম)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনে ফুটবলের বাইরে প্রিয় তাঁর পরিবার। তাঁদের সঙ্গে সময় কাটাতে কার্পণ্য করেন না। (ছবি : ইনস্টাগ্রাম)
বান্ধবী জর্জিজা রড্রিগেজ এবং সন্তানদের নিয়ে সুখের সংসার। ব্যক্তিগত জীবনের অতীত ভুলে দীর্ঘদিন এই জীবনে রোনাল্ডো। (ছবি : ইনস্টাগ্রাম)
বিশ্বকাপ ছাড়া ফুটবল কেরিয়ারে প্রায় সব ট্রফিই জিতেছেন। গড়েছেন নানা রেকর্ড। ক্লাব ফুটবলে তাঁর গড়া অনেক রেকর্ড হয়তো অক্ষতই থেকে যাবে। (ছবি : ইনস্টাগ্রাম)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগামী জীবন এবং ফুটবল কেরিয়ার আরও সুন্দর হোক, জন্মদিনে ভক্তদের এটুকুই চাওয়া। তাঁর সিউউউ সেলিব্রেশন বারবার দেখার আশায় ফ্যানেরা। (ছবি : ইনস্টাগ্রাম)