TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 25, 2022 | 12:55 PM
নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে হারাল পর্তুগাল। এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। (ছবি:টুইটার)
ম্যাচ চলাকালীন অনুরাগীদের চিন্তায় ফেলে দিলেন রোনাল্ডো। ম্যাচের প্রথমার্ধে চেক গোলকিপারের কনুই লাগে রোনাল্ডোর নাকে সংঘর্ষে গুরুতর আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন। নাক দিয়ে অঝোরে রক্ত ঝরতে থাকে।(ছবি:টুইটার)
প্রাথমিক শুশ্রূষার পর চোটের জায়গায় ব্যান্ড এড লাগিয়ে ফের খেলতে নেমে পড়েন। ৮২ মিনিটে দিয়েগো জটার গোল অর্থাৎ দলের চতুর্থ গোলে অ্যাসিস্ট করলেন পর্তুগালের তারকা ফুটবলার।(ছবি:টুইটার)
চারটি গোলের মধ্যে ৩৩ ও ৫২ মিনিটে দুটি গোল দিয়েগো ডালটের। তৃতীয় গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। সর্বশেষ গোল দিয়োগো জটার।(ছবি:টুইটার)
গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্নে বিভোর রোনাল্ডোরা। মঙ্গলবার পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। (ছবি:টুইটার)