Bangla News Photo gallery Cristiano Ronaldo's cute gesture during Al Nassr debut brought a smile to the face of a young boy
Cristiano Ronaldo: গোল করতে না পারলেও খুদের মুখে হাসি ফোটালেন রোনাল্ডো
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 23, 2023 | 1:17 PM
Al Nassr: সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে এক নতুন অধ্যায় শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। অবশেষে আল নাসেরে অভিষেক হল সিআর সেভেনের।
1 / 8
রবিরাতে সৌদি প্রো লিগে আল নাসেরের জার্সিতে অভিষেক ম্যাচ খেললেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (ছবি-আল নাসের টুইটার)
2 / 8
আল এত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের (Al Nassr) ম্যাচ শুরু হওয়ার আগে সকল ফুটবলারদের সঙ্গে ড্রেসিংরুমে দেখা যায় সিআর সেভেনকে। পাশেই দাঁড়িয়ে ছিল খুদেরা। (ছবি-টুইটার)
3 / 8
ড্রেসিংরুমে রোনাল্ডোর নাম ধরে সেই খুদেরা ডাকতে থাকে। এর পর রোনাল্ডোর হাত ধরে মাঠে প্রবেশ করার জন্য এক খুদে তাঁর সামনে এগিয়ে আসে। যাকে দেখে একগাল হাসি ফুটে ওঠে রোনাল্ডোর মুখে। (ছবি-টুইটার)
4 / 8
ওই খুদেও রোনাল্ডোর হাত ধরে হাসতে থাকে। তার চোখ মুখ দেখেই পরিষ্কার ছিল, রোনাল্ডোর হাত ধরে বেজায় খুশি হয়েছে সে। রোনাল্ডোও তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। যা মন ছুঁয়ে গিয়েছে নেটিজ়েনদেরও। (ছবি-টুইটার)
5 / 8
সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে অভিষেক ম্যাচে গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-আল নাসের টুইটার)
6 / 8
তবে তিনি মন জিতে নিয়েছেন সকলের। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করেছে গ্যালারি ভর্তি দর্শকরা। (ছবি-আল নাসের টুইটার)
7 / 8
এত্তিফাকের বিরুদ্ধে গোলের সুযোগ পেলেও শেষ অবধি স্কোরশিটে নাম তুলতে পারেননি সিআর সেভেন। আল নাসেরের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান তালিস্কা। (ছবি-আল নাসের টুইটার)
8 / 8
সৌদি প্রো লিগে এত্তিফাকের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে লিগ টেবলের শীর্ষস্থান দখল করেছে আল নাসের। ১৪ ম্যাচে খেলে এই নিয়ে ১০টিতে জিতল রোনাল্ডোর নতুন দল। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসের। (ছবি-আল নাসের টুইটার)