Georgina Rodriguez: জর্জিনার হিরের গয়নার দ্যুতিতে ঝলসে গেল ‘গ্রাম’

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 12, 2023 | 9:01 AM

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী বলে কথা। তাঁর কাছে হিরে,সোনা, মণি মাণিক্য থাকবে নাতো কার কাছে থাকবে। রিয়াধে যাওয়ার পরও জর্জিনার ইনস্টাগ্রাম জ্বলজ্বল করছে হিরের আংটি, চুড়ি, ব্রেসলেট, ঘড়ির ছবিতে।

1 / 7
হিরে, জহরতে মোড়া থাকেন জর্জিনা রড্রিগেজ। তা বলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বারবার গয়নার সম্ভার দেখাতে হবে? (ছবি:ইনস্টাগ্রাম)

হিরে, জহরতে মোড়া থাকেন জর্জিনা রড্রিগেজ। তা বলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বারবার গয়নার সম্ভার দেখাতে হবে? (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
নিজেদের শাড়ি, জামাকাপড়, গয়না, ব্যাগ, জুতোর কালেকশন মহিলারা বরাবরই একটু শো অফ করতে ভালোবাসেন। প্রতিবেশীর বিয়েতে মোটা সীতেহার পরে নেমতন্ন খেতে চলে যান মা-কাকিমা-বৌদিরা। এই জায়গায় জর্জিনার সঙ্গে অন্য মহিলাদের তফাৎ নেই। প্রায়ই গয়নাগাঁটি পরে ছবি দেন ইনস্টাগ্রামে।  (ছবি:ইনস্টাগ্রাম)

নিজেদের শাড়ি, জামাকাপড়, গয়না, ব্যাগ, জুতোর কালেকশন মহিলারা বরাবরই একটু শো অফ করতে ভালোবাসেন। প্রতিবেশীর বিয়েতে মোটা সীতেহার পরে নেমতন্ন খেতে চলে যান মা-কাকিমা-বৌদিরা। এই জায়গায় জর্জিনার সঙ্গে অন্য মহিলাদের তফাৎ নেই। প্রায়ই গয়নাগাঁটি পরে ছবি দেন ইনস্টাগ্রামে। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
রেকর্ড অর্থে সৌদি আরবের দল আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের আয় যত বাড়ছে জর্জিনার গয়নার সম্ভার ততই যেন ফুলে ফেঁপে উঠছে।(ছবি:ইনস্টাগ্রাম)

রেকর্ড অর্থে সৌদি আরবের দল আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের আয় যত বাড়ছে জর্জিনার গয়নার সম্ভার ততই যেন ফুলে ফেঁপে উঠছে।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
দুই হাতের দশটা আঙুলের মধ্যে ছয় আঙুলেই ছোট-বড় হিরের আংটি। রোনাল্ডো ঘরণীক হাতের ঘড়িটিও যে হিরে খচিত তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।(ছবি:ইনস্টাগ্রাম)

দুই হাতের দশটা আঙুলের মধ্যে ছয় আঙুলেই ছোট-বড় হিরের আংটি। রোনাল্ডো ঘরণীক হাতের ঘড়িটিও যে হিরে খচিত তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
 জর্জিনার একটি গয়নার বাক্স আছে। ভারতীয় মুদ্রায় বাক্সটির দাম ১ কোটি ২০ লাখ টাকা। ভাবুন, যে বাক্সে গয়না রাখবেন তারই দাম কোটি টাকার উপরে, তাহলে গয়নার মূল্য কত হতে পারে?(ছবি:ইনস্টাগ্রাম)

জর্জিনার একটি গয়নার বাক্স আছে। ভারতীয় মুদ্রায় বাক্সটির দাম ১ কোটি ২০ লাখ টাকা। ভাবুন, যে বাক্সে গয়না রাখবেন তারই দাম কোটি টাকার উপরে, তাহলে গয়নার মূল্য কত হতে পারে?(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
আংটি ছাড়াও কানে ইয়া বড় দুল পরেন। পার্পল পোশাকে উপর ম্যাচিং করে পরা হিরের দুলের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে?(ছবি:ইনস্টাগ্রাম)

আংটি ছাড়াও কানে ইয়া বড় দুল পরেন। পার্পল পোশাকে উপর ম্যাচিং করে পরা হিরের দুলের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে?(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7
বাঁ হাতে মধ্যমায় প্রজাপতির আকারের বিশাল বড় একটি আংটি পরে রয়েছেন জর্জিনা। নেটিজেনদের চোখ গিয়ে ঠেকেছে ওই আংটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

বাঁ হাতে মধ্যমায় প্রজাপতির আকারের বিশাল বড় একটি আংটি পরে রয়েছেন জর্জিনা। নেটিজেনদের চোখ গিয়ে ঠেকেছে ওই আংটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery