EPL: ডারউইনের গোল, বেকারের পেনাল্টি সেভ, লিভারপুলের তিন পয়েন্ট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 20, 2022 | 3:19 AM

Liverpool: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দু-ম্যাচে জয় লিভারপুলের। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের তথা লিভারপুলের একমাত্র গোল ডারউইন নুনেজের। শেষ অবধি লিভারপুল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য গোলরক্ষক অ্যালিসন বেকারের। অনবদ্য পেনাল্টি সেভ করেন অ্যালিসন।

1 / 5
ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) টানা দু-ম্যাচে জয় লিভারপুলের। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের তথা লিভারপুলের একমাত্র গোল ডারউইন নুনেজের (Darwin Nunez)। (ছবি : টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) টানা দু-ম্যাচে জয় লিভারপুলের। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের তথা লিভারপুলের একমাত্র গোল ডারউইন নুনেজের (Darwin Nunez)। (ছবি : টুইটার)

2 / 5
শেষ অবধি লিভারপুল (Liverpool) তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য গোলরক্ষক অ্যালিসন বেকারের। (ছবি : টুইটার)

শেষ অবধি লিভারপুল (Liverpool) তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য গোলরক্ষক অ্যালিসন বেকারের। (ছবি : টুইটার)

3 / 5
 বিরতির ঠিক আগেই পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট হ্যাম (West Ham)। যদিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ওয়েস্ট হ্যাম।  (ছবি : টুইটার)

বিরতির ঠিক আগেই পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট হ্যাম (West Ham)। যদিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ওয়েস্ট হ্যাম। (ছবি : টুইটার)

4 / 5
জেরড বাওয়েন (Jarrod Bowen) ওয়েস্ট হ্যামের হয়ে শট নেন। অনবদ্য পেনাল্টি সেভ করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার (Alisson Becker)। (ছবি : টুইটার)

জেরড বাওয়েন (Jarrod Bowen) ওয়েস্ট হ্যামের হয়ে শট নেন। অনবদ্য পেনাল্টি সেভ করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার (Alisson Becker)। (ছবি : টুইটার)

5 / 5
ম্যাচের ২২ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন ডারউইন। বিরতির আগে আরও একটা গোলের শট ছিল। যদিও তা পোস্টে লাগে। (ছবি : টুইটার)

ম্যাচের ২২ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন ডারউইন। বিরতির আগে আরও একটা গোলের শট ছিল। যদিও তা পোস্টে লাগে। (ছবি : টুইটার)

Next Photo Gallery