বিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের ওপর দুই হনুমানের এমন উপদ্রব থেকে রেহাই পেতে বনদফতর থেকে প্রশাসনের কাছে কাতর আকুতি রেখেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। এনিয়ে ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট সূত্রে খবর, "এই ভাবে স্কুলে কোনও হনুমান উপদ্রব চালাচ্ছে বলে আমাদের কাছে খবর নেই। বিষয়টি বনদফতরের কর্মীদের পাঠিয়ে খোঁজ নিচ্ছি।"
যে কোনও মুহূর্তে বড় অঘটন ঘটে যেতে পারে বলে মনে করছেন স্কুলের শিক্ষকরা। অন্যদিকে ওই বিদ্যালয়ের পাশেই থাকা দরি অযোধ্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা ছাত্র ছাত্রীদেরও একই অভিযোগ। শুধু তাই নয় মাঝে মধ্যেই ওই দুই হনুমান ক্ষুদে পড়ুয়াদের জড়িয়ে ধরছে বসে থাকছে তাদের কোলে,তাদের চুল ধরে টানছে।
আতঙ্কিত দুই বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। দরি অযোধ্যা কে সি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ,ক্লাস চলার সময় জানালা বা দরজা দিয়ে দুই হনুমান ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে। হনুমানের ভয়ে পড়ুয়ারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিচ্ছে। স্কুলে যাতায়াত, মিড ডে মিল খাওয়া বা খেলার মাঠেও হঠাৎ করে ওই দুই হনুমান হানা দিচ্ছে।
অনেক বাচ্চাই আবার ভয়ও পাচ্ছে। পড়ায় মন বসছে না। অভিভাবকদেরও ভরসা হচ্ছে না স্কুলে পাঠানোর। ফলে অনেক ছাত্রছাত্রীই স্কুলে আসছে না। দরি অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় এবং দরি অযোধ্যা কে সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের বক্তব্য, তাঁদের বিদ্যালয়ে লাগাতার দুই হনুমান উৎপাত চালাচ্ছে।
ক্লাস ভর্তি ছাত্র ছাত্রীদের মাঝে এসে বসা,কখনও ছাত্রছাত্রীদের একেবারে কোলে। আবার কখনও শিক্ষকের জামা ধরে টানাটানি,মিড ডে মিল খাওয়ার সময় ছাত্রছাত্রীদের পাতে গিয়ে বসে যাওয়া। খেলার মাঠে ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে তাদের জড়িয়ে ধরা। লাগাতার হনুমানের এমন কীর্তিতে রিতীমতো বিব্রত দাসপুরের দুই স্কুল। দাসপুরের অযোধ্যা গ্রামের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়াল।