Dead Man’s Finger: পার্কে ছড়িয়ে রয়েছে ‘মৃত মানুষের আঙুল’! দেখলে চমকে যান

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Jan 12, 2023 | 7:27 PM

Jan 12, 2023 | 7:27 PM
এই পৃথিবীতে উদ্ভিদের বৈচিত্র অবাক করার মতো। ছত্রাক এক ধরনের উদ্ভিদ। এ বিশ্বের বিভিন্ন প্রাণে কয়েক লক্ষ রকমের ছত্রাক রয়েছে।

এই পৃথিবীতে উদ্ভিদের বৈচিত্র অবাক করার মতো। ছত্রাক এক ধরনের উদ্ভিদ। এ বিশ্বের বিভিন্ন প্রাণে কয়েক লক্ষ রকমের ছত্রাক রয়েছে।

1 / 7
সম্প্রতি সে রকমই এক ধরনের ছত্রাকের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ ধরনের সেই ছত্রাকের আকার অবাক করেছে নেটিজেনদের।

সম্প্রতি সে রকমই এক ধরনের ছত্রাকের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ ধরনের সেই ছত্রাকের আকার অবাক করেছে নেটিজেনদের।

2 / 7
গাছের গুঁড়ির ফাঁকে, পিলারের গায়ে বা মাটিতে দেখা গিয়েছে ওই ছত্রাক। তা দেখে মনে হচ্ছে যেমন মৃত মানুষের আঙুল।

গাছের গুঁড়ির ফাঁকে, পিলারের গায়ে বা মাটিতে দেখা গিয়েছে ওই ছত্রাক। তা দেখে মনে হচ্ছে যেমন মৃত মানুষের আঙুল।

3 / 7
কোনও ছত্রাক দেখে মনে হচ্ছে পায়ের আঙুল তো কিছু হাতের আঙুলের মতো। দীর্ঘ দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করে রাখলে আঙুল যে রকম হয়ে যায় সে রকমই দেখতে ওই ছত্রাকগুলি।

কোনও ছত্রাক দেখে মনে হচ্ছে পায়ের আঙুল তো কিছু হাতের আঙুলের মতো। দীর্ঘ দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করে রাখলে আঙুল যে রকম হয়ে যায় সে রকমই দেখতে ওই ছত্রাকগুলি।

4 / 7
রেগান ড্যানিয়েলস নামের এক ফোটোগ্রাফার তুলেছেন ওই ছবি। তাঁর বাড়ি আমেরিকার নর্থ ক্যারোলিনায়।

রেগান ড্যানিয়েলস নামের এক ফোটোগ্রাফার তুলেছেন ওই ছবি। তাঁর বাড়ি আমেরিকার নর্থ ক্যারোলিনায়।

5 / 7
সেখানকার একটি পার্কে এই ছত্রাকের ছবি তুলেছেন বলে জানিয়েছেন তিনি।

সেখানকার একটি পার্কে এই ছত্রাকের ছবি তুলেছেন বলে জানিয়েছেন তিনি।

6 / 7
আমেরিকা  ছাড়াও ব্রিটেন ও আয়ারল্যান্ডে এ ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকায় এর দেখা মেলে।

আমেরিকা ছাড়াও ব্রিটেন ও আয়ারল্যান্ডে এ ধরনের ছত্রাক দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকায় এর দেখা মেলে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla