গ্লাসগোর সেল্টিক পার্কে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ ‘এফ’ এর প্রথম ম্যাচে সেল্টিকের (Celtic) বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। কার্লো আনচেলত্তির ছেলেরা দ্বিতীয়ার্ধেই তিনটি গোল করেছেন। নিখুঁত পাস দেওয়ার ক্ষেত্রে রিয়ালকে যথেষ্ট টেক্কা দিয়েছিল সেল্টিক। কিন্তু গোলদর্শন হয়নি স্প্যানিশ ফুটবল ক্লাবটির। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
রিয়াল মাদ্রিদ জয় দিয়ে এ বারের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করলেও, তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়াল ফরাসি তারকা ফুটবলার করিম বেঞ্জেমা। ইতিমধ্যেই রিয়াল ফরোয়ার্ডের চোট কার্লো আনচেলত্তির কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াল। (ছবি-টুইটার)
গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর, ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় ভালভার্দের পাস থেকে জাল কাঁপান রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
মাত্র ৪ মিনিটের মধ্যে গোল ব্যবধান দ্বিগুন করেন, লুকা মদ্রিচ (Luka Modric)। রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে বেশি বয়সী তৃতীয় প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন মদ্রিচ (৩৬ বছর)। তাঁর আগে ৩৮ বছর বয়সে ফেরেঙ্ক পুসকাস ও ৩৭ বছর বয়সে অ্যালফ্রেডো ডি স্টিফানো রিয়ালের হয়ে গোল করেছিলেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)
এরপর ৭৭ মিনিটের মাথায় দানি কারভাজালের (Dani Carvajal) পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন বেলজিয়ান সুপারস্টার এডেন হ্যাজার্ড (Eden Hazard)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)