অনেকসময় তাড়াহুড়ো করে জামা-কাপড় ধোওয়া হলে বা আধা-পরিষ্কার করা পোশাক রোদে শুকিয়ে নিলে জামা-কাপড়ে ডিটারজেন্টের সাদা দাগ বা ছোপ স্পষ্ট দেখা যায়। এই দাগ শুধু কাপড়ের উজ্জ্বলতা নষ্ট করে, তাই নয়, ত্বকের জন্যও অস্বাস্থ্যকর।
দ্রুততার সঙ্গে জামা-কাপড় ধুলে পোশাকের গায়ে ডিটারজেন্টের দাগ লেগে থাকলে ত্বকে অনেকসময় চুলকানির সৃষ্টি করে। দেখতেও অত্যন্ত খারাপ লাগে। জামাকাপড় থেকে ডিটারজেন্টের সাদা দাগ দূর করার খুবই জরুরি।
এমন পরিস্থিতির শিকার হয়েছেন কমবেশি সকলেই। তাই জামাকাপড়ের ছেকে ডিটারজেন্টের সাদা ছোপ কীভাবে তুলবেন, মুক্তি পাবেন দ্রুত, তা জেনে নিন সহজ ও সরল ট্রিকসগুলি...
ভিনেগার ও জল:ভিনেগার হল দুর্দান্ত একটি প্রাকৃতিক ক্লিনিং উপাদান। ডিটারজেন্টের দাগ দূর করতে খুবই কার্যকরী। এক বালতি হালকা গরম জলেতে আধ-কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন ভালো করে। তারপর দাগযুক্ত কাপড়টি এই মিশ্রণে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর হালকা হাতে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা: বেকিং সোডা দাগ দূর করার জন্য মোক্ষম উপাদান। অল্প জলের মধ্যে সামান্য বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে হালকা ঘষে কাপড় ধুয়ে ফেলুন।
লেবুর রস:লেবুর রস হল প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে। লেবুর রসে তুলো ভিজিয়ে দাগের উপর ঘষে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন যে সিল্ক বা সুতির কাপড়ে লেবুর রস ব্যবহার করবেন না কখনও। তাতে কাপড়ে রঙ ফিকে হয়ে যেতে পারে।
থালা বাসন ধোওয়ার সাবান: থালা ধোওয়ার সাবানও দারুণ উপকারী। জেদি দাগ দূর করতেও সাহায্য করে। ডিটারজেন্টের দাগ বা ছোপ থাকলে, তা দূর করার জন্য ভেজা কাপড়ে সাবান লাগিয়ে আলতো করে ঘষে নিন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
থালা বাসন ধোওয়ার সাবান: থালা ধোওয়ার সাবানও দারুণ উপকারী। জেদি দাগ দূর করতেও সাহায্য করে। ডিটারজেন্টের দাগ বা ছোপ থাকলে, তা দূর করার জন্য ভেজা কাপড়ে সাবান লাগিয়ে আলতো করে ঘষে নিন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।