শুধু চুলেই নয়, আপনার হলুদ দাঁত ধবধবে সাদা করতেও পারদর্শী নারকেল তেল
Coconut Oil: শুধুই চুল নয়, সেই সঙ্গে ত্বক ও স্বাস্থ্যেরও দেখভাল করতে সাহায্য করে নারকেল তেল। শুনেই চমকে গেলেন তো? নারকেল তেল ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন। এতে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা ত্বক, দাঁত সহ আরও অনেক সমস্যার সমাধান করতে পারে। তাই আপনার দাঁতে যদি হলুদ আভা থাকে, তাহলে তা আজই দূর করুন।
1 / 8
শুধুই চুল নয়, সেই সঙ্গে ত্বক ও স্বাস্থ্যেরও দেখভাল করতে সাহায্য করে নারকেল তেল। শুনেই চমকে গেলেন তো? নারকেল তেল ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন।
2 / 8
এতে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা ত্বক, দাঁত সহ আরও অনেক সমস্যার সমাধান করতে পারে। তাই আপনার দাঁতে যদি হলুদ আভা থাকে, তাহলে তা আজই দূর করুন।
3 / 8
এর জন্য আপনাকে সাহায্য করতে পারে নারকেল তেল। এই তেলে রয়েছে লৌরিক অ্যাসিড যা অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। এটি ব্যাকটেরিয়া দূর করে দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে।
4 / 8
মাড়ির ফোলাভাব এবং দাঁতের ব্যথা কমানোর পাশাপাশি এই তেল দাঁতের রং সাদা করতেও উপকারী। সপ্তাহে দুই থেকে তিনবার দাঁতে ম্যাসাজ করুন। তাহলেই ফল পাবেন।
5 / 8
নখ এবং তার চারপাশের ত্বক সুস্থ রাখতেও নারকেল তেল উপকারী। রাতে ঘুমানোর আগে নখ ও তার চারপাশের ত্বকে নারকেল তেল লাগান।
6 / 8
ঠোঁটের কালোভাব তোলার জন্য এই তেল ব্যবহার করতে পারেন। অনেক সময় গরমেও ঠোঁটের ত্বক শুষ্ক হতে শুরু করে। তাই নারকেল তেলকে ময়েশ্চারাইজ হিসেবে ব্যবহার করতে পারেন।
7 / 8
আর্দ্রতার অভাবে ঠোঁট ফাটতে শুরু করলে এই তেল ব্যবহার করতে পারেন। এছাড়া ঠোঁটে কোনও রকম সমস্যা হলে দিনে অন্তত দুবার তেল লাগান। এছাড়া নিয়মিত ঘুমানোর আগে ঠোঁটে তেল মাখতে পারেন।
8 / 8
এছাড়া সপ্তাহে দুই থেকে তিনবার চুলে নারকেল তেল লাগান এবং তারপর সকালে উঠে শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল শুধু মজবুতই হবে না, চকচকেও দেখাবে।