Vacation: কাছের মানুষকে নিয়ে কোথায় হারালেন দেব! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 09, 2022 | 12:42 PM

Dev-Rukmini: কাছের মানুষ ছবি মুক্তির পরই পুজোর মাঝে হারিয়ে গেলে এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁরা ভীষণ সক্রিয়।

1 / 6
কাছের মানুষকে নিয়ে এবার একান্তে ছুটি কাটাচ্ছেন দেব। দেব-রুক্মিনী জুটি, টলিউডের ভীষণ পছন্দের। পর্দার পাশাপাশি বাস্তবেও তাঁদের সমীকরণ বেশ চোখে পড়ার মতো।

কাছের মানুষকে নিয়ে এবার একান্তে ছুটি কাটাচ্ছেন দেব। দেব-রুক্মিনী জুটি, টলিউডের ভীষণ পছন্দের। পর্দার পাশাপাশি বাস্তবেও তাঁদের সমীকরণ বেশ চোখে পড়ার মতো।

2 / 6
দুজনেই সময় সুযোগ পেলেই ঘুড়তে বেশ পছন্দ করেন। আর সেই সূত্রেই মাঝে মধ্যেই বেড়িয়ে পড়া বিদেশ বিভুঁয়ে। কখনও অরোলাবরিলিস, কখনও আবার আফ্রিকা। এবারও তার ব্যতিক্রম হল না।

দুজনেই সময় সুযোগ পেলেই ঘুড়তে বেশ পছন্দ করেন। আর সেই সূত্রেই মাঝে মধ্যেই বেড়িয়ে পড়া বিদেশ বিভুঁয়ে। কখনও অরোলাবরিলিস, কখনও আবার আফ্রিকা। এবারও তার ব্যতিক্রম হল না।

3 / 6
কাছের মানুষ ছবি মুক্তির পরই পুজোর মাঝে হারিয়ে গেলে এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁরা ভীষণ সক্রিয়। তাই প্রতিটা আপডেটই ভক্তরা পেয়ে থাকেন হাতের মুঠোয়।

কাছের মানুষ ছবি মুক্তির পরই পুজোর মাঝে হারিয়ে গেলে এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁরা ভীষণ সক্রিয়। তাই প্রতিটা আপডেটই ভক্তরা পেয়ে থাকেন হাতের মুঠোয়।

4 / 6
এবারও দুই সেলেবই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার ঠিকানা গ্রীস। সেখানেই ভ্যাকেশন মুডে ফ্রেমবন্দি জুটি। ঝড়ের গতিতে ভাইরাল প্রতিটা পোস্ট।

এবারও দুই সেলেবই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার ঠিকানা গ্রীস। সেখানেই ভ্যাকেশন মুডে ফ্রেমবন্দি জুটি। ঝড়ের গতিতে ভাইরাল প্রতিটা পোস্ট।

5 / 6
কখনও লাঞ্চ ডেট, কখনও আবার সমুদ্রতীরে সানবাথ, সব মিলিয়ে চুটিয়ে ভ্যাকেশন উপভোগ করছে এই জুটি। একাধিক ছবি দুজনে উপহার দিয়েছে টলিউড দর্শকদের। জুটির শেষ মুক্তি পাওয়া ছবি কিশমিশ।

কখনও লাঞ্চ ডেট, কখনও আবার সমুদ্রতীরে সানবাথ, সব মিলিয়ে চুটিয়ে ভ্যাকেশন উপভোগ করছে এই জুটি। একাধিক ছবি দুজনে উপহার দিয়েছে টলিউড দর্শকদের। জুটির শেষ মুক্তি পাওয়া ছবি কিশমিশ।

6 / 6
চলতি বছরে দেবের তিনটি ছবি মুক্তি পেয়েছে। কাছের মানুষ বেশ ভালই চলছে প্রেক্ষাগৃহে। ফলে সব মিলিয়ে এখন ঝাড়া হাতপায় বেরিয়ে পড়া। বেশকিছুদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে বিরতি।

চলতি বছরে দেবের তিনটি ছবি মুক্তি পেয়েছে। কাছের মানুষ বেশ ভালই চলছে প্রেক্ষাগৃহে। ফলে সব মিলিয়ে এখন ঝাড়া হাতপায় বেরিয়ে পড়া। বেশকিছুদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে বিরতি।

Next Photo Gallery