‘ভাল লাগছে না’, মেজাজ হারিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি অমিতাভের

Jan 09, 2024 | 7:13 PM

Amitabh Bachchan Gossip: অমিতাভ বচ্চন, পছন্দ করতে পারেননি এই কাজ, দিয়েছিলেন কড়া ভাষায় হুমকি। তাতেও ফল হয়নি। বিগ বি-র অমতেই ঘটে যায় এই ঘটনা। যা মেনে নিতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে তিনি ভুল প্রমাণিত হন, কী এমন ঘটেছিল অমিতাভের সঙ্গে?

1 / 8
'ডন' ছবিতে অন্য লুকে ধরা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। মুক্তির পর যা ঝড় তুলেছিল দর্শক মনে। সাত ও আটের দশতের অন্যতম জনপ্রিয় এই ছবি বারবার চর্চায় জায়গা করে নিয়েছে।

'ডন' ছবিতে অন্য লুকে ধরা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। মুক্তির পর যা ঝড় তুলেছিল দর্শক মনে। সাত ও আটের দশতের অন্যতম জনপ্রিয় এই ছবি বারবার চর্চায় জায়গা করে নিয়েছে।

2 / 8
টিকিটের জন্য পড়ত লম্বা লাইন। 'খাইকে পান বানা' সেই সময় থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল। তবে থেকেই ঝড়ের গতিতে তা ভাইরাল।

টিকিটের জন্য পড়ত লম্বা লাইন। 'খাইকে পান বানা' সেই সময় থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছিল। তবে থেকেই ঝড়ের গতিতে তা ভাইরাল।

3 / 8
তবে জানেন কি, অমিতাভ বচ্চন এই ছবি থেকে এই গানই বাদ দিতে চেয়েছিলেন। শুধু বাদই নয়, রীতিমতো দিয়েছিলেন হুমকি। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক।

তবে জানেন কি, অমিতাভ বচ্চন এই ছবি থেকে এই গানই বাদ দিতে চেয়েছিলেন। শুধু বাদই নয়, রীতিমতো দিয়েছিলেন হুমকি। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক।

4 / 8
ছবির পরিচালক চন্দ্র বরদ অমিতাভের কথা মানতে রাজি ছিলেন না। অমিতাভ তাঁকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এই গানে তাঁকে মোটেও ভাল লাগছে না।

ছবির পরিচালক চন্দ্র বরদ অমিতাভের কথা মানতে রাজি ছিলেন না। অমিতাভ তাঁকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে এই গানে তাঁকে মোটেও ভাল লাগছে না।

5 / 8
পরিচালক তা শুনেছিলেন। কিন্তু গান ছবি থেকে বাদ দিতে একেবারেই রাজি হননি তিনি। অমিতাভও ছাড়তে ছিলেন নারাজ। দিয়েছিলেন হুমকি।

পরিচালক তা শুনেছিলেন। কিন্তু গান ছবি থেকে বাদ দিতে একেবারেই রাজি হননি তিনি। অমিতাভও ছাড়তে ছিলেন নারাজ। দিয়েছিলেন হুমকি।

6 / 8
বলেছিলেন তাঁর সঙ্গে ভবিষ্যতে আর কোনও ছবি করবেন না। কাজ করা বন্ধ করে দেবেন, বলিউডে অন্যকেই যাতে তাঁর সঙ্গে কাজ না করে, সেই ব্যবস্থাও করে দেবেন।

বলেছিলেন তাঁর সঙ্গে ভবিষ্যতে আর কোনও ছবি করবেন না। কাজ করা বন্ধ করে দেবেন, বলিউডে অন্যকেই যাতে তাঁর সঙ্গে কাজ না করে, সেই ব্যবস্থাও করে দেবেন।

7 / 8
মাথায় রাখতে হবে, সত্যি কিন্তু পরিচালক এই ছবির পর বলিউডে আর কোনও উল্লেখ যোগ্য কাজ করেননি। তবে তা কি অমিতাভের কথা না শোনার জন্য? সে উত্তর অজানাই।

মাথায় রাখতে হবে, সত্যি কিন্তু পরিচালক এই ছবির পর বলিউডে আর কোনও উল্লেখ যোগ্য কাজ করেননি। তবে তা কি অমিতাভের কথা না শোনার জন্য? সে উত্তর অজানাই।

8 / 8
এরপর পরিচালক অনেক ছবি করলেও উল্লেখযোগ্য কোনও ছবি ছিল না তাঁর ঝুলিতে। জ্যাকি শ্রফের সঙ্গে একটি ছবি করেছিলেন, যা আজও দেখেনি দিনের আলো।

এরপর পরিচালক অনেক ছবি করলেও উল্লেখযোগ্য কোনও ছবি ছিল না তাঁর ঝুলিতে। জ্যাকি শ্রফের সঙ্গে একটি ছবি করেছিলেন, যা আজও দেখেনি দিনের আলো।

Next Photo Gallery