Wimbledon 2022: সুস্বাদু লেমন টার্ট থেকে ক্রিম-স্ট্রবেরি, টেনিসের মহোৎসবে মহাভোজ
টেনিসের মহোৎসব উপভোগ করতে করতে কিছু লোভনীয় খাবার খেয়ে দেখতে চান? চিন্তা নেই, এ বারের উইম্বলডনে (Wimbledon) রয়েছে একাধিক ফুড আউটলেট। যেখান থেকে দর্শকরা বিভিন্ন সুস্বাদু খাবার কিনতে পারবেন। কী নেই সেই সব ফুড আউটলেটে? শ্যাম্পেন, নানা ধরণের মাছের পদ, চিপস, স্যান্ডউইচ, চা, কফি এবং দারুণ দারুণ ডেসার্ট রয়েছে সেই সব মেনুতে।