Wimbledon 2022: সুস্বাদু লেমন টার্ট থেকে ক্রিম-স্ট্রবেরি, টেনিসের মহোৎসবে মহাভোজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 06, 2022 | 2:57 PM

টেনিসের মহোৎসব উপভোগ করতে করতে কিছু লোভনীয় খাবার খেয়ে দেখতে চান? চিন্তা নেই, এ বারের উইম্বলডনে (Wimbledon) রয়েছে একাধিক ফুড আউটলেট। যেখান থেকে দর্শকরা বিভিন্ন সুস্বাদু খাবার কিনতে পারবেন। কী নেই সেই সব ফুড আউটলেটে? শ্যাম্পেন, নানা ধরণের মাছের পদ, চিপস, স্যান্ডউইচ, চা, কফি এবং দারুণ দারুণ ডেসার্ট রয়েছে সেই সব মেনুতে।

1 / 5
উইম্বলডন উপভোগ করতে যাওয়া দর্শকরা সেখানকার ৬টি আউটলেট থেকে খাবার কিনতে পারবেন। সেই ছয়টি আউটলেট হল - সেন্টিনারি গার্ডেন, ওয়ালড গার্ডেন, দ্য হিল, সাউদার্ন ভিলেজ, টি লন ও পার্কসাইড। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

উইম্বলডন উপভোগ করতে যাওয়া দর্শকরা সেখানকার ৬টি আউটলেট থেকে খাবার কিনতে পারবেন। সেই ছয়টি আউটলেট হল - সেন্টিনারি গার্ডেন, ওয়ালড গার্ডেন, দ্য হিল, সাউদার্ন ভিলেজ, টি লন ও পার্কসাইড। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

2 / 5
প্রতিটি ফুড আউটলেটে এ বার কম কার্বন যুক্ত খাবার রাখা হয়েছে। এবং এক একটি ফুড আউটলেটে থাকছে বিশেষ বিশেষ কিছু পদ। বিভিন্ন ধরণের স্যালাড। যেমন- দ্য সেন্টিনারিতে থাকছে একাধিক সি ফুডের পদ। যেখানে দর্শকদের বাজেটের মধ্যে থাকছে স্টাটার থেকে মেন কোর্সও। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

প্রতিটি ফুড আউটলেটে এ বার কম কার্বন যুক্ত খাবার রাখা হয়েছে। এবং এক একটি ফুড আউটলেটে থাকছে বিশেষ বিশেষ কিছু পদ। বিভিন্ন ধরণের স্যালাড। যেমন- দ্য সেন্টিনারিতে থাকছে একাধিক সি ফুডের পদ। যেখানে দর্শকদের বাজেটের মধ্যে থাকছে স্টাটার থেকে মেন কোর্সও। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

3 / 5
ডেজার্টে উইম্বলডনের দর্শকরা পাবেন একাধিক বিকল্প। লেমন টার্ট, সেন্টিনারি রাস্পবেশি এটন মেস, সামার পুডিং, ডার্ক চকোলেট মুজের পাশাপাশি রয়েছে ক্রিম ও স্ট্রবেরি দিয়ে উইম্বলডনের বিশেষ ডেজার্ট। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

ডেজার্টে উইম্বলডনের দর্শকরা পাবেন একাধিক বিকল্প। লেমন টার্ট, সেন্টিনারি রাস্পবেশি এটন মেস, সামার পুডিং, ডার্ক চকোলেট মুজের পাশাপাশি রয়েছে ক্রিম ও স্ট্রবেরি দিয়ে উইম্বলডনের বিশেষ ডেজার্ট। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

4 / 5
পার্কসাইড কিচেনের মেনুতে পানীয় বিকল্প হিসেবে রয়েছে এভিয়ান মিনারেল ওয়াটার থেকে শুরু করে সফট ড্রিংকস, লাভানা কফি, চা, বিয়ার, সাইডার, ওয়াইন, শ্যাম্পেন। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

পার্কসাইড কিচেনের মেনুতে পানীয় বিকল্প হিসেবে রয়েছে এভিয়ান মিনারেল ওয়াটার থেকে শুরু করে সফট ড্রিংকস, লাভানা কফি, চা, বিয়ার, সাইডার, ওয়াইন, শ্যাম্পেন। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

5 / 5
দ্য হিলের ডেজার্ট মেনুর মধ্যে সব থেকে লোভনীয় হল সেখানকার আইসক্রিম। একাধিক ট্র্যাডিশনাল ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় সেখানে। এ ছাড়া টি লনের বিশেষ মেনু স্ট্রবেরি ও ক্রিম দেওয়া ডেজার্ট অত্যন্ত সুস্বাদু। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

দ্য হিলের ডেজার্ট মেনুর মধ্যে সব থেকে লোভনীয় হল সেখানকার আইসক্রিম। একাধিক ট্র্যাডিশনাল ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় সেখানে। এ ছাড়া টি লনের বিশেষ মেনু স্ট্রবেরি ও ক্রিম দেওয়া ডেজার্ট অত্যন্ত সুস্বাদু। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

Next Photo Gallery