দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। কিন্তু শুধুমাত্র ভারতের উদযাপিত হচ্ছে না এই আলোর উৎসব। আলোর রোশনায় সেজে উঠেছে বিশ্বের আরও কিছু দেশ। এশিয়া তথা বিশ্বের এই দেশগুলো ধুমধাম করে পালিত হয় আলোর উৎসব।
ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়া জাঁকজমকপূর্ণ ভাবে দীপাবলি উদযাপিত হয়। এমনকী এ দিন ইন্দোনেশিয়া দীপাবলি হিসেবে সরকারি ছুটিও থাকে। নিয়ম, আচার অনুষ্ঠান মেনে প্রতি বছর ইন্দোনেশিয়ায় আলোর উৎসব পালিত হয়।
ফিজি: ফিজির মানুষের কাছে বেশ দীপাবলি জনপ্রিয়। আসলে এখানে ভারতীয়দের সংখ্যা বেশি। তাঁদের হাত ধরেই প্রতি বছর ফিজিতে দীপাবলি পালিত হয়। এখন সারা দেশ জুড়ে পালিত হয় আলোর উৎসব। এমনকী ফিজিতে দীপাবলি জাতীয় ছুটির দিন।
মালয়েশিয়া: আতশবাজি নয়, বরং পরস্পরকে নানা উপহার দিয়ে, মিষ্টি খাইয়ে মালয়েশিয়া দীপাবলি পালিত হয়। যদিও এখানে এই উৎসব 'হলি দিওয়ালি' নামে পরিচিত। এখানে ভারতের থেকে একটু অন্যভাবে পালিত হয় দীপাবলি। সকালে তেল মেখে স্নান করে মন্দিরে পুজো দিয়ে পালিত হয় মালয়েশিয়ার 'হলি দিওয়ালি'।
মরিশাস: ভারতীয়দের পাশাপাশি এই দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। সেই কারণে মরিশাসে ধুমধাম করে পালিত হয় এই আলোর উৎসব।
নেপাল: ভারতের এই প্রতিবেশী দেশের অন্যতম শ্রেষ্ঠ অনুস্থা দীপাবলি। আতশবাজি, আলোর উদ্যাপন, লক্ষ্মীপুজো এবং বিভিন্ন পশুর পুজোর সঙ্গে জাঁকজমকপূর্ণ ভাবে দীপাবলি উদযাপিত হয়। যদিও নেপালে দীপাবলি 'তিহার' নামে পরিচিত।
শ্রীলঙ্কা: দীপাবলির আলোর রোশনাই সেজে ওঠে শ্রীলঙ্কাও। এখানেও এই দিন সরকারি ছুটি থাকে। অশুভ আত্মাকে দূর করতে প্রদীপের আলোয় সেজে ওঠে সারা দেশ।
কানাডা: কানাডায় সরকারি ছুটি থাকে না দীপাবলিতে। কিন্তু সূর্য ডুব দেওয়া মাত্রা সারা শহর মেতে ওঠে আলোর উৎসবে। আতশবাজি থেকে শুরু করে প্রদীপ আলোয় সেজে ওঠে কানাডা।