Shaheb Bhattacharya: দিওয়ালিতে বাড়িতেই পার্টি সাহেবের, অংশ নিয়েছিলেন বাবা সুব্রত ও মা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 05, 2021 | 9:28 PM

দিওয়ালি মানেই আনন্দ ও আলোর রোশনাই। সেই আভাসই মিলল অভিনেতা সাহেব ভট্টাচার্যর গল্ফ গ্রিনের বাড়িতে।

1 / 7
ফুটবলার বাবা সুব্রত ভট্টাচার্য ও মায়ের সঙ্গে অভিনেতা সাহেব ভট্টাচার্যর দিওয়ালি ছবি।

ফুটবলার বাবা সুব্রত ভট্টাচার্য ও মায়ের সঙ্গে অভিনেতা সাহেব ভট্টাচার্যর দিওয়ালি ছবি।

2 / 7
অতিথি আসার আগে মোমবাতি জ্বালাচ্ছেন।

অতিথি আসার আগে মোমবাতি জ্বালাচ্ছেন।

3 / 7
সাহেবের বাড়িতে অতিথি সমাগম।

সাহেবের বাড়িতে অতিথি সমাগম।

4 / 7
অভিনেত্রী তুহিনা দাস।

অভিনেত্রী তুহিনা দাস।

5 / 7
অভিনেতা ইন্দ্রাশিস রায়।

অভিনেতা ইন্দ্রাশিস রায়।

6 / 7
দিওয়ালিতে সেলফি না তুললে ঠিক জমে না।

দিওয়ালিতে সেলফি না তুললে ঠিক জমে না।

7 / 7
আরও একটি আলো ঝলমলে সেলফি।

আরও একটি আলো ঝলমলে সেলফি।

Next Photo Gallery