Lord Shiva: বাবার মাথায় জল ঢালার পর এই কাজ না করলে পুজোটাই হবে মাটি! কারণ জানেন না ৯৯ শতাংশ

Aug 05, 2024 | 7:57 PM

Shiva Blessings: শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের সুখ, সমৃদ্ধি বজায় থাকে। এই কারণেই অধিকাংশ ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে। তাহল শিবের মাথায় জল ঢালার পর হাততালি দেওয়া হয়। কিন্তু , কেন?

1 / 9
অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট বাঙালির প্রিয় ভোলেবাবা। ধুতুরা, দুধ, ভাঁ, মধু, আকন্দ ফুল দিলেই তুষ্ট হন তিনি। শ্রাবণ সোমবার মানেই বাঁক হাতে নিয়ে বাবার মাথা জল ঢালতে তারকেশ্বর যাত্রা। শ্রাবণ মাসের সোমবার গুলিতে তারকেশ্বর-সহ শিবমন্দিরগুলিতে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। প্রতিদিন অনেকেই শিবের পুজো করে থাকেন। শ্রাবণ মাসের শিব পুজো করার পদ্ধতি একটু আলাদা।

অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট বাঙালির প্রিয় ভোলেবাবা। ধুতুরা, দুধ, ভাঁ, মধু, আকন্দ ফুল দিলেই তুষ্ট হন তিনি। শ্রাবণ সোমবার মানেই বাঁক হাতে নিয়ে বাবার মাথা জল ঢালতে তারকেশ্বর যাত্রা। শ্রাবণ মাসের সোমবার গুলিতে তারকেশ্বর-সহ শিবমন্দিরগুলিতে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। প্রতিদিন অনেকেই শিবের পুজো করে থাকেন। শ্রাবণ মাসের শিব পুজো করার পদ্ধতি একটু আলাদা।

2 / 9
বাংলা ক্যালেন্ডার মতে, বর্তমানে চলছে শ্রাবণ মাস। শিবের সবচেয়ে প্রিয় একটি মাস। এই মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ। তাই সোমবার ছাড়াও এই বিশেষ মাসে মহাদেবকে যে কোনও প্রতিকারেই সন্তুষ্ট করা যায়।

বাংলা ক্যালেন্ডার মতে, বর্তমানে চলছে শ্রাবণ মাস। শিবের সবচেয়ে প্রিয় একটি মাস। এই মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ। তাই সোমবার ছাড়াও এই বিশেষ মাসে মহাদেবকে যে কোনও প্রতিকারেই সন্তুষ্ট করা যায়।

3 / 9
শ্রাবণ সোমবার প্রতিদিন শিবের উপাসনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। অনেকেই এদিন শিবপুজো করার সময় ভাবেন শিবলিঙ্গে জল ঢাললেই সেই পুজো সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু শিব পুজো করার সময় বা পরে এই একটি কাজ না করলে সত্যিই তা অসম্পূর্ণ থাকে।

শ্রাবণ সোমবার প্রতিদিন শিবের উপাসনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। অনেকেই এদিন শিবপুজো করার সময় ভাবেন শিবলিঙ্গে জল ঢাললেই সেই পুজো সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু শিব পুজো করার সময় বা পরে এই একটি কাজ না করলে সত্যিই তা অসম্পূর্ণ থাকে।

4 / 9
প্রতিদিন শিবপুজো করা হলেও এই মাসে শিবের আরাধনা করলেও এই কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। অনেকেই এই কাজ করেন না। বিশেষত এই কাজ সম্পর্কে বিশেষ অবগত নন প্রায় ৯০ শতাংশ। এই কাজ মোটেই কঠিন নয়। অনেকে করেলেও জানেন না এই কাজ কেন করা হয়?

প্রতিদিন শিবপুজো করা হলেও এই মাসে শিবের আরাধনা করলেও এই কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। অনেকেই এই কাজ করেন না। বিশেষত এই কাজ সম্পর্কে বিশেষ অবগত নন প্রায় ৯০ শতাংশ। এই কাজ মোটেই কঠিন নয়। অনেকে করেলেও জানেন না এই কাজ কেন করা হয়?

5 / 9
ভোলেনাথকে একটি বেলপাতা ও জল নিবেদন করলেও ভীষণ তুষ্ট হন। তবে শ্রাবণ মাসে শিবের আরাধনার জন্য যে কাজই করা হোক না কেন, তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এই কারণেই শিবের উপাসনা অত্যন্ত সহজ বলে মনে করা হয়।

ভোলেনাথকে একটি বেলপাতা ও জল নিবেদন করলেও ভীষণ তুষ্ট হন। তবে শ্রাবণ মাসে শিবের আরাধনার জন্য যে কাজই করা হোক না কেন, তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এই কারণেই শিবের উপাসনা অত্যন্ত সহজ বলে মনে করা হয়।

6 / 9
শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের সুখ, সমৃদ্ধি বজায় থাকে। এই কারণেই অধিকাংশ ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে। তাহল  শিবের মাথায় জল ঢালার পর হাততালি দেওয়া হয়। কিন্তু , কেন?

শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের সুখ, সমৃদ্ধি বজায় থাকে। এই কারণেই অধিকাংশ ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন। তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে। তাহল শিবের মাথায় জল ঢালার পর হাততালি দেওয়া হয়। কিন্তু , কেন?

7 / 9
ভগবান শিবের পূজায় পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল ঢালার পর ও পুজো করার সময় ভক্তরা তিনবার হাততালি দেওয়া উচিত। এই কাজ করলেই শিবের পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয়। তিনবার হাততালি দেওয়া যে কোনও পুজোর ঐতিহ্যের। কিন্তু শিবের পুজো করার পরে তিনবার হাততালি দিলেও এর পিছনের কারণ জানেন না অনেকেই।

ভগবান শিবের পূজায় পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল ঢালার পর ও পুজো করার সময় ভক্তরা তিনবার হাততালি দেওয়া উচিত। এই কাজ করলেই শিবের পুজো সম্পন্ন হয় বলে বিশ্বাস করা হয়। তিনবার হাততালি দেওয়া যে কোনও পুজোর ঐতিহ্যের। কিন্তু শিবের পুজো করার পরে তিনবার হাততালি দিলেও এর পিছনের কারণ জানেন না অনেকেই।

8 / 9
ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথমবার তালি দেওয়ার অর্থ হল মহাদেবকে তার উপস্থিতি জানানো। দ্বিতীয় হাততালি হল মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন গৃহে অর্থভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। শেষ বা তৃতীয় হাততালি দিলে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়।

ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথমবার তালি দেওয়ার অর্থ হল মহাদেবকে তার উপস্থিতি জানানো। দ্বিতীয় হাততালি হল মহাদেবের কাছে কিছু না চাইলেও যেন গৃহে অর্থভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। শেষ বা তৃতীয় হাততালি দিলে মহাদেবকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করা হয়।

9 / 9
পৌরাণিক কাহিনি অনুসারে, প্রতিবার শিবের পরম ভক্ত রাবণও মহাদেবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন। শিবের প্রতিঅগাধ  বিশ্বাস থাকার কারণেই তিনি লঙ্কারাজ্য লাভ করেছিলেন। অন্যদিকে, শ্রীরাম যখন সমুদ্রের উপর সেতু তৈরি করতে চেয়েছিলেন, তখন তিনি এই কাজে সাফল্য পেতে শিবের পুজো করেছিলেন ও পুজো শেষে তিনবার হাততালি দিয়েছিলেন।

পৌরাণিক কাহিনি অনুসারে, প্রতিবার শিবের পরম ভক্ত রাবণও মহাদেবের পুজো শেষে তিনবার হাততালি দিতেন। শিবের প্রতিঅগাধ বিশ্বাস থাকার কারণেই তিনি লঙ্কারাজ্য লাভ করেছিলেন। অন্যদিকে, শ্রীরাম যখন সমুদ্রের উপর সেতু তৈরি করতে চেয়েছিলেন, তখন তিনি এই কাজে সাফল্য পেতে শিবের পুজো করেছিলেন ও পুজো শেষে তিনবার হাততালি দিয়েছিলেন।

Next Photo Gallery