Sim Card Rules: সিম তোলার সময় এই ভুল করলেই ৩ বছরের জেল, ২ লাখ টাকা জরিমানা! শাস্তি এড়াতে নিয়মটা জেনে রাখুন

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 27, 2024 | 4:03 PM

SIM Card: টেলি কমিউনিকেশন আইন, ২০২৩-র অধীনে এক ব্যক্তির নামে সীমিত সংখ্যক সিম কার্ড রাখার নিয়ম আনা হয়েছে।

1 / 7
 নতুন সিম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক। তবে কি জানেন, সিম কার্ড নিয়ে কেন্দ্রের কড়া নিয়ম রয়েছে, যা ভাঙলে ৩ বছরের জেল  ও ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

নতুন সিম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক। তবে কি জানেন, সিম কার্ড নিয়ে কেন্দ্রের কড়া নিয়ম রয়েছে, যা ভাঙলে ৩ বছরের জেল ও ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

2 / 7
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রতারণামূলক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ করছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রতারণামূলক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ করছে।

3 / 7
 টেলি কমিউনিকেশন আইন, ২০২৩-র অধীনে এক ব্যক্তির নামে সীমিত সংখ্যক সিম কার্ড রাখার নিয়ম আনা হয়েছে।

টেলি কমিউনিকেশন আইন, ২০২৩-র অধীনে এক ব্যক্তির নামে সীমিত সংখ্যক সিম কার্ড রাখার নিয়ম আনা হয়েছে।

4 / 7
এই নিয়ম অনুযায়ী, সিম কার্ড রাখার সর্বোচ্চ সীমা হল ৯। অর্থাৎ একটি আধার কার্ডে সর্বাধিক ৯টি সিম কার্ড ইস্যু করা যেতে পারে।

এই নিয়ম অনুযায়ী, সিম কার্ড রাখার সর্বোচ্চ সীমা হল ৯। অর্থাৎ একটি আধার কার্ডে সর্বাধিক ৯টি সিম কার্ড ইস্যু করা যেতে পারে।

5 / 7
 জম্মু-কাশ্মীর ও অসমের মতো সংবেদনশীল রাজ্যে সিম কার্ড রাখার সীমা আরও কম। সর্বাধিক ৬টি সিম তোলা যাবে একটি আধার কার্ডের সাপেক্ষে। নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে।

জম্মু-কাশ্মীর ও অসমের মতো সংবেদনশীল রাজ্যে সিম কার্ড রাখার সীমা আরও কম। সর্বাধিক ৬টি সিম তোলা যাবে একটি আধার কার্ডের সাপেক্ষে। নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে।

6 / 7
এই নিয়ম ভঙ্গ করলে, আইনি পদক্ষেপ করা হবে। সর্বাধিক ৩ বছরের জেল ও ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পরে।

এই নিয়ম ভঙ্গ করলে, আইনি পদক্ষেপ করা হবে। সর্বাধিক ৩ বছরের জেল ও ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পরে।

7 / 7
প্রথমবার নিয়ম ভঙ্গকারীর ক্ষেত্রে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়। বারবার একই অপরাধ করলে, ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

প্রথমবার নিয়ম ভঙ্গকারীর ক্ষেত্রে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়। বারবার একই অপরাধ করলে, ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Next Photo Gallery