FIFA World Cup 2022: ভাইরাল ওয়েলস ফুটবলারদের সঙ্গিনীদের অর্ধনগ্ন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 01, 2022 | 6:00 AM

স্বল্প পোশাকে ওয়েলসের ফুটবলারদের ওয়াগসদের এই ছবি দেখে মনে হতেই পারে কোথায় গেল রক্ষনশীল কাতারের বিধিনিষেধ?

1 / 5
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেই কাতারের বিধিনিষে কে বুড়ো আঙুল দেখিয়ে, স্বল্প পোশাকেই পার্টিতে মেতেছিলেন ওয়েলস ফুটবলারদের সঙ্গিনীরা। 
 (ছবি:টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেই কাতারের বিধিনিষে কে বুড়ো আঙুল দেখিয়ে, স্বল্প পোশাকেই পার্টিতে মেতেছিলেন ওয়েলস ফুটবলারদের সঙ্গিনীরা। (ছবি:টুইটার)

2 / 5
শুধু স্বল্প পোশাকে পার্টির মজা নয়, তার সঙ্গে চলল দেদার মদ্যপান, ও উদ্দাম নৃত্য। (ছবি:টুইটার)

শুধু স্বল্প পোশাকে পার্টির মজা নয়, তার সঙ্গে চলল দেদার মদ্যপান, ও উদ্দাম নৃত্য। (ছবি:টুইটার)

3 / 5
স্বল্প পোশাকে মদ্যপান থেকে শুরু করে মত্ত অবস্থায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা-সমস্ত কিছুই ধরা পড়েছে ক্যামেরায়। (ছবি:টুইটার)

স্বল্প পোশাকে মদ্যপান থেকে শুরু করে মত্ত অবস্থায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা-সমস্ত কিছুই ধরা পড়েছে ক্যামেরায়। (ছবি:টুইটার)

4 / 5
স্বল্প পোশাকে ওয়েলসের ফুটবলারদের ওয়াগসদের এই ছবি দেখে মনে হতেই পারে কোথায় গেল রক্ষনশীল কাতারের বিধিনিষেধ? (ছবি:টুইটার)

স্বল্প পোশাকে ওয়েলসের ফুটবলারদের ওয়াগসদের এই ছবি দেখে মনে হতেই পারে কোথায় গেল রক্ষনশীল কাতারের বিধিনিষেধ? (ছবি:টুইটার)

5 / 5
তবে নিজেদের উদযাপন নিয়ে কোনও লুকোছাপা করতে চাননি ফুটবলারদের সঙ্গিনীরা। পার্টির নানা ঝলক দেখা গিয়েছে তাঁদেরই সোশ্যাল মিডিয়ায়। (ছবি:টুইটার)

তবে নিজেদের উদযাপন নিয়ে কোনও লুকোছাপা করতে চাননি ফুটবলারদের সঙ্গিনীরা। পার্টির নানা ঝলক দেখা গিয়েছে তাঁদেরই সোশ্যাল মিডিয়ায়। (ছবি:টুইটার)

Next Photo Gallery