ISL 2022-23: গোয়ার বিরুদ্ধে মরসুমের প্রথম জয়ের খোঁজে নামবে লাল-হলুদ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 12, 2022 | 6:00 AM

চলতি আইএসএলে প্রথম বার ঘরের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। আজ, বুধবার লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া। ঘরের মাঠে গোয়াকে হারিয়ে এ বারের মরসুমে প্রথম জয় পেতে মরিয়া স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। সেই মতো প্রস্তুতিও নিয়েছেন ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমারা।

1 / 5
চলতি আইএসএলে (ISL) প্রথম বার ঘরের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ, বুধবার লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। (Pic Courtesy-East Bengal)

চলতি আইএসএলে (ISL) প্রথম বার ঘরের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ, বুধবার লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। (Pic Courtesy-East Bengal)

2 / 5
ঘরের মাঠে গোয়াকে হারিয়ে এ বারের মরসুমে প্রথম জয় পেতে মরিয়া স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। সেই মতো প্রস্তুতিও নিয়েছেন ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমারা। (Pic Courtesy-East Bengal)

ঘরের মাঠে গোয়াকে হারিয়ে এ বারের মরসুমে প্রথম জয় পেতে মরিয়া স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। সেই মতো প্রস্তুতিও নিয়েছেন ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমারা। (Pic Courtesy-East Bengal)

3 / 5
কেরালা ব্লাল্টার্সের বিরুদ্ধে তিন গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। ফলে এ বার লাল-হলুদের রক্ষণভাগের ফুটবলারদের বাড়তি সতর্ক থাকতে হবে। (Pic Courtesy-East Bengal)

কেরালা ব্লাল্টার্সের বিরুদ্ধে তিন গোল হজম করেছিল ইস্টবেঙ্গল। ফলে এ বার লাল-হলুদের রক্ষণভাগের ফুটবলারদের বাড়তি সতর্ক থাকতে হবে। (Pic Courtesy-East Bengal)

4 / 5
এফসি গোলার বিরুদ্ধে গোল তুলতে ক্লেটন সিলভা, ভিপি সুহের জুটিতেই আস্থা রাখতে চলেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। (Pic Courtesy-East Bengal)

এফসি গোলার বিরুদ্ধে গোল তুলতে ক্লেটন সিলভা, ভিপি সুহের জুটিতেই আস্থা রাখতে চলেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। (Pic Courtesy-East Bengal)

5 / 5
এফসি গোয়ার বিরুদ্ধে দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন। আজ, জর্ডন ও’ডহার্তি, জেরিকে প্রথম থেকে খেলাতে পারেন লাল-হলুদ কোচ। (Pic Courtesy-East Bengal)

এফসি গোয়ার বিরুদ্ধে দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন। আজ, জর্ডন ও’ডহার্তি, জেরিকে প্রথম থেকে খেলাতে পারেন লাল-হলুদ কোচ। (Pic Courtesy-East Bengal)

Next Photo Gallery