Sheet Mask: শিট মাস্কের বাড়তি সিরাম কাজে লাগান অন্য ৫ উপায়ে…

যাঁরা নিয়মিত শিট মাস্ক ব্যবহার করেন তাঁরা হয়তো জানেন যে এতে প্রচুর পরিমাণ সিরাম থাকে। ব্যবহারের পরও অনেকটা সিরাম অবশিষ্ট থাকে। সেটাকে কাজে লাগান অন্য ভাবে...

| Edited By: | Updated on: Jun 15, 2022 | 8:27 AM
একটি শিট মাস্কের মতো সহজ এবং কার্যকরী আর কিছুই নেই, যা সহজেই আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলতে পারে। যাঁরা নিয়মিত শিট মাস্ক ব্যবহার করেন তাঁরা হয়তো জানেন যে এতে প্রচুর পরিমাণ সিরাম থাকে। ব্যবহারের পরও অনেকটা সিরাম অবশিষ্ট থাকে। সেটাকে কাজে লাগান অন্য ভাবে...

একটি শিট মাস্কের মতো সহজ এবং কার্যকরী আর কিছুই নেই, যা সহজেই আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলতে পারে। যাঁরা নিয়মিত শিট মাস্ক ব্যবহার করেন তাঁরা হয়তো জানেন যে এতে প্রচুর পরিমাণ সিরাম থাকে। ব্যবহারের পরও অনেকটা সিরাম অবশিষ্ট থাকে। সেটাকে কাজে লাগান অন্য ভাবে...

1 / 6
ব্যবহারের পরও যখন দেখবেন শিট মাস্কে অনেকটা সিরাম অবশিষ্ট রয়েছে, তখন সেটা ফেলে দেবেন না। মুখ ছাড়াও আপনি ঘাড়ে ও গলায় এটা ব্যবহার করতে পারেন। আপনার শরীরের অন্যান্য অংশের ত্বককে ময়েশ্চারাইজ করতে শিট মাস্কের সেই অবশিষ্ট সিরামটা ব্যবহার করুন।

ব্যবহারের পরও যখন দেখবেন শিট মাস্কে অনেকটা সিরাম অবশিষ্ট রয়েছে, তখন সেটা ফেলে দেবেন না। মুখ ছাড়াও আপনি ঘাড়ে ও গলায় এটা ব্যবহার করতে পারেন। আপনার শরীরের অন্যান্য অংশের ত্বককে ময়েশ্চারাইজ করতে শিট মাস্কের সেই অবশিষ্ট সিরামটা ব্যবহার করুন।

2 / 6
আপনার যদি সিরাম ছাড়া আরেকটি শিট মাস্ক থাকে তবে আপনি এটি অবশিষ্ট সিরাম দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। যখন আপনার ত্বক আবার নিস্তেজ এবং শুষ্ক হয়ে পড়বে তখন এটি ব্যবহার করবেন।

আপনার যদি সিরাম ছাড়া আরেকটি শিট মাস্ক থাকে তবে আপনি এটি অবশিষ্ট সিরাম দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। যখন আপনার ত্বক আবার নিস্তেজ এবং শুষ্ক হয়ে পড়বে তখন এটি ব্যবহার করবেন।

3 / 6
আপনি শিট মাস্ক থেকে তুলে ফেলার পরে একটি ছোট পাত্রে অবশিষ্ট সিরাম সংরক্ষণ করতে পারেন। এটি ফ্রিজে রাখুন এবং এটি একটি ডিআইওয়াই ফেস মাস্কে মিশিয়ে পুনরায় ত্বকের ওপর ব্যবহার করতে পারেন।

আপনি শিট মাস্ক থেকে তুলে ফেলার পরে একটি ছোট পাত্রে অবশিষ্ট সিরাম সংরক্ষণ করতে পারেন। এটি ফ্রিজে রাখুন এবং এটি একটি ডিআইওয়াই ফেস মাস্কে মিশিয়ে পুনরায় ত্বকের ওপর ব্যবহার করতে পারেন।

4 / 6
শিট মাস্কের বাড়তি সিরাম কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায় হল সেটাকে পুনরায় আই মাস্ক হিসেবে ব্যবহার করা। শিট মাস্কটা অর্ধেক করে ভাঁজ করে চোখের ওপর রাখুন। শশার বদলে শিট মাস্কের বাড়তি সিরাম আপনার চোখের যত্ন নেবেন।

শিট মাস্কের বাড়তি সিরাম কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায় হল সেটাকে পুনরায় আই মাস্ক হিসেবে ব্যবহার করা। শিট মাস্কটা অর্ধেক করে ভাঁজ করে চোখের ওপর রাখুন। শশার বদলে শিট মাস্কের বাড়তি সিরাম আপনার চোখের যত্ন নেবেন।

5 / 6
আমরা প্রায়শই আমাদের নখের প্রতি বেশি যত্নবান হই না। যার ফলে সহজেই নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে ওঠে। নখের এই ক্ষয়কে আপনি সিরাম দিয়ে প্রতিরোধ করতে পারেন। নখ ও কিউটিকলের ওপর শিট মাস্কের অবশিষ্ট সিরাম প্রয়োগ করতে পারেন।

আমরা প্রায়শই আমাদের নখের প্রতি বেশি যত্নবান হই না। যার ফলে সহজেই নখ শুষ্ক ও ভঙ্গুর হয়ে ওঠে। নখের এই ক্ষয়কে আপনি সিরাম দিয়ে প্রতিরোধ করতে পারেন। নখ ও কিউটিকলের ওপর শিট মাস্কের অবশিষ্ট সিরাম প্রয়োগ করতে পারেন।

6 / 6
Follow Us: