TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Oct 18, 2022 | 8:37 AM
এই প্রাণীটির দেখা সবচাইতে বেশি পাওয়া যায় যে কোনও রান্নাঘরেই। আর একে তাড়াতে গিয়ে বেশ নাজেহাল হতে হয়। যত্র তত্র ডিম পাড়বে, টিকটিক করবে কিন্তু কিছুতেই বিদায় নিতে চাইবে না।
রান্নাঘরের দেওয়ালে এদের হামাগুড়ি দিতে দেখে সকলেই বিরক্ত হন। কিন্তু বাড়ি ছাড়া করতে গিয়ে কাল ঘাম ছুটে যায়।
রান্নাঘরে অনেকেই ডিমের খোসা রাখেন। একমাত্র ডিমের খোসা রাখলে তাতেই টিকটিকি বেশ কম আসে। ডিমের খোসা ঘর বা রান্নাঘরে এমন জায়গায় রাখুন, যেখান থেকে টিকটিকি আসে। ডিমের খোসা পুরো ভাঙবেন না, অর্ধেক করে রাখুন। ডিমের খোসায় টিকটিকি ধাক্কা খেলে ভয়েই পালিয়ে যাবে।
কীটনাশক ট্যাবলেট টিকটিকি আসার পথে রাখলে টিকটিকি বাপ বাপ করে পালাতে বাধ্য। সিঙ্কের নীচে, রান্নাঘরে এই ট্যাবলেট রাখুন। একটু পরে টিকটিকি পড়ে থাকতে দেখবেন সেখানেই।
ফ্লাইপেপারও রাখতে পারেন। ফ্লাইপেপারের উজ্জ্বল রঙে টিকটিকি তাতে আকৃষ্ট হয়ে এসে বসে। এবার সেই পেপারে টিকটিকি আটকে গেলে পেপার সমেত বাইরে ফেলে দিয়ে আসুন।
বাড়ির আশেপাশে পেপার স্প্রে রাখুন। মানুষ যেমন পেপার স্প্রে এর জ্বালা সহ্য করতে পারে না, তেমনি টিকটিকিও তা সহ্য করতে পারে না। একটি স্প্রে বোতলে সামান্য জল এবং গোলমরিচ মেশান। বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। বিশেষ করে যেখানে টিকটিকি বাস করে, যেমন ফ্রিজ এবং সোফার পিছনে, দেওয়ালে এবং যে কোনও জায়গায় টিকটিকি দেখা যায়।