১০০ এপিসোড; সেটে কেক কেটে পালন করল ‘এই পথ যদি না শেষ হয়’ টিম

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 11, 2021 | 5:38 PM

দেখতে দেখতে ১০০ এপিসোডের যাত্রা শেষ করল 'এই পথ যদি না শেষ হয়'-এর টিম। শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে তৈরি করলেন মনে রাখার মতো কিছু স্মৃতি।

1 / 7
১০০ এপিসোড পেরল 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিক।

১০০ এপিসোড পেরল 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিক।

2 / 7
শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গেই পালন করলেন দিনটি। শুটিংয়ের ফাঁকেই তুললেন গ্রুফি।

শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গেই পালন করলেন দিনটি। শুটিংয়ের ফাঁকেই তুললেন গ্রুফি।

3 / 7
কিছুদিন আগেও প্রযোজক-ফেডারেশন-আর্টিস্ট ফোরামের অন্তর্দ্বন্দ্বে অনিশ্চয় হয়ে উঠেছিল টেলিপাড়ার কাজ।

কিছুদিন আগেও প্রযোজক-ফেডারেশন-আর্টিস্ট ফোরামের অন্তর্দ্বন্দ্বে অনিশ্চয় হয়ে উঠেছিল টেলিপাড়ার কাজ।

4 / 7
ধারাবাহিকের ১০০ এপিসোডের এই ছবি বলছে নিজেদের মধ্যে ভালই আছেন শিল্পী ও কলাকুশলীরা।

ধারাবাহিকের ১০০ এপিসোডের এই ছবি বলছে নিজেদের মধ্যে ভালই আছেন শিল্পী ও কলাকুশলীরা।

5 / 7
কেকের টেবিলের পাশে দাঁড়িয়ে সকলে। কেক কাটার অপেক্ষা। ফোটো তুলতে ব্যস্ত সকলে।

কেকের টেবিলের পাশে দাঁড়িয়ে সকলে। কেক কাটার অপেক্ষা। ফোটো তুলতে ব্যস্ত সকলে।

6 / 7
একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন দুই অভিনেত্রী - মিশমি ও অন্বেষা।

একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন দুই অভিনেত্রী - মিশমি ও অন্বেষা।

7 / 7
শিল্পীরা কেক খাওয়াচ্ছেন এক কলাকুশলীকে।

শিল্পীরা কেক খাওয়াচ্ছেন এক কলাকুশলীকে।

Next Photo Gallery