TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 15, 2022 | 5:46 PM
২০০৫ সালের পর প্রথমবার পাকিস্তানের মাটিতে পা রাখল ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে। (ছবি:টুইটার)
আজ সকালে চাটার্ড বিমানে করাচি পৌঁছে যান জস বাটলার, মঈন আলিরা। ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে টি-২০ সিরিজ।(ছবি:টুইটার)
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা দিয়ে বাসে করে গোটা টিমকে করাচির একটি হোটেল পর্যন্ত নিয়ে আসা হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন পিসিবির আধিকারিকরা। (ছবি:টুইটার)
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ খেলবে বাবর আজমের দল। সবকটি ম্যাচ খেলা হবে করাচি ও লাহোরে।(ছবি:টুইটার)
গতবছর পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু নিরাপত্তার অভাববোধ করায় ইসিবির পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।(ছবি:টুইটার)
সেবার ইংল্যান্ডকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন পিসিবি প্রধান রামিজ রাজা। এমনকী নিরাপত্তার কারণে পাকিস্তান গিয়েও ফিরে আসতে বাধ্য হয় নিউজিল্যান্ড ক্রিকেট টিম। (ছবি:টুইটার)