UEFA Women’s EURO Cup 2022: স্পেনকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেল ইংল্যান্ড

ফলমার স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৯০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকার পর, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই স্পেনকে আরও একখানা গোল দিয়ে এ বারের মেয়েদের ফুটবল যুদ্ধের সেমিফাইনালের টিকিট পেয়ে গেল আয়োজক দেশ ইংল্যান্ড।

| Edited By: | Updated on: Jul 21, 2022 | 9:40 AM
ফলমার স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) কোয়ার্টার ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৯০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকার পর, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই স্পেনকে আরও একখানা গোল দিয়ে এ বারের মেয়েদের ফুটবল যুদ্ধের সেমিফাইনালের টিকিট পেয়ে গেল আয়োজক দেশ ইংল্যান্ড। (ছবি-উয়েফা মেয়েদের ইউরো কাপ টুইটার)

ফলমার স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) কোয়ার্টার ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৯০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকার পর, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়েই স্পেনকে আরও একখানা গোল দিয়ে এ বারের মেয়েদের ফুটবল যুদ্ধের সেমিফাইনালের টিকিট পেয়ে গেল আয়োজক দেশ ইংল্যান্ড। (ছবি-উয়েফা মেয়েদের ইউরো কাপ টুইটার)

1 / 5
গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ার পর, ম্যাচের ৫৪ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোল করেন এস্তার গঞ্জালেজ (Esther Gonzalez)। (ছবি-টুইটার)

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হওয়ার পর, ম্যাচের ৫৪ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোল করেন এস্তার গঞ্জালেজ (Esther Gonzalez)। (ছবি-টুইটার)

2 / 5
 দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ১-০ গোলে পিছিয়ে পড়ে আয়োজক দেশ। তবে ৮৪ মিনিটের মাথায় রুশোর পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা এলা টুনে (Ella Toone)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ১-০ গোলে পিছিয়ে পড়ে আয়োজক দেশ। তবে ৮৪ মিনিটের মাথায় রুশোর পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা এলা টুনে (Ella Toone)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

3 / 5
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের স্কোরলাইন ১-১ থাকায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে, ৯৬ মিনিটে ওয়ালশের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জর্জিয়া স্ট্যানওয়ে (Georgia Stanway)। অতিরিক্ত সময়ে আর গোলের দরজা খুলতে পারেনি স্পেন। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের স্কোরলাইন ১-১ থাকায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে, ৯৬ মিনিটে ওয়ালশের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জর্জিয়া স্ট্যানওয়ে (Georgia Stanway)। অতিরিক্ত সময়ে আর গোলের দরজা খুলতে পারেনি স্পেন। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

4 / 5
এই নিয়ে চতুর্থ বার মেয়েদের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌছল ইংল্যান্ড। অন্যদিকে স্পেন টানা তৃতীয়বার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

এই নিয়ে চতুর্থ বার মেয়েদের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌছল ইংল্যান্ড। অন্যদিকে স্পেন টানা তৃতীয়বার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

5 / 5
Follow Us: