UEFA Women’s EURO Cup 2022: সুইডেনের বিরুদ্ধে সিংহীদের গর্জন, ফাইনালে বেথরা
মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে সুইডেনকে ৪-০ ব্যবধানে হারাল ইংল্যান্ড। এই নিয়ে তৃতীয় বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ব্রামল লেনে ম্যাচের প্রথমার্ধে আয়োজক দেশ ইংল্যান্ডের হয়ে দুটি গোল করেন বেথ মেড ও লুসি ব্রোঞ্জ। এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল অ্যালেসিয়া রুশো ও ফ্রান কিরবির।
Most Read Stories