Bollywood Wedding: বিয়ের খরচ ১০০ কোটি, জানেন বলিউডের কোন সেলেবজুটির এত খরচ হয়?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 12, 2023 | 7:32 PM
Bollywood Gossip: সকলেই খোঁজ নিতে থাকেন বিয়ের অনুষ্ঠানে স্পেশাল কী থাকছে? যদিও সম্প্রতিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ বিদেশ ভ্রমণ বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ এখন অধিকাংশ সেলেবই দেশের কোনও বিশেষ প্রাপ্তে বিয়ের ভেনু ঠিক করছেন।
1 / 8
বলিউডের বিয়ে মানেই গালা সেলিব্রেশন। সকলের নজরের কেন্দ্রে থাকে কার সাজে বিশেষত্ব কী? কে কোন পোশাকে সাজবেন, কে কীভাবে বিয়ের আসর সাজাবেন
2 / 8
কোনও জুটির বিয়ে ঠিক হওয়া মানেই তা নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। সকলেই খোঁজ নিতে থাকেন বিয়ের অনুষ্ঠানে স্পেশাল কী থাকছে?
3 / 8
যদিও সম্প্রতিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ বিদেশ ভ্রমণ বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ এখন অধিকাংশ সেলেবই দেশের কোনও বিশেষ প্রাপ্তে বিয়ের ভেনু ঠিক করছেন।
4 / 8
যার ফলে খরচ অনেকটাই কমে যাচ্ছে। তবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে মোটেও এতটা সহজ ছিল না। অনুষ্কা শর্মা ও বিরাট বিয়ে করেছিলেন ইতালিতে।
5 / 8
সেখানেই গালা সেলিব্রেশনে সেজে উঠেছিল বিয়ের আসর। পাশাপাশি সকলের নজর কেড়েছিল তাঁদের সাজ, তাঁদের আয়োজন।
6 / 8
যার জন্য মোট খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। মোটা টাকা ব্যয় করে বিয়ে করেছিলেন তাঁরা। বলিউডে আর কোনও সেলেবের এখনও পর্যন্ত বাজেট এতটা বাড়েনি।
7 / 8
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাঁদের সম্পর্কের খবর বহুদিন ধরে চেপে রেখেছিলেন। জানতে দেননি কাউকে কিছুই।
8 / 8
তবে একটা সময়ের পর সকলের মুখে মুখে তা ছড়িয়ে পড়েছিল। যদিও ব্যক্তি জীবন নিয়ে এখনও মুখ খুলতে পছন্দ করেন না এই জুটি।