Bollywood Wedding: বিয়ের খরচ ১০০ কোটি, জানেন বলিউডের কোন সেলেবজুটির এত খরচ হয়?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 12, 2023 | 7:32 PM

Bollywood Gossip: সকলেই খোঁজ নিতে থাকেন বিয়ের অনুষ্ঠানে স্পেশাল কী থাকছে? যদিও সম্প্রতিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ বিদেশ ভ্রমণ বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ এখন অধিকাংশ সেলেবই দেশের কোনও বিশেষ প্রাপ্তে বিয়ের ভেনু ঠিক করছেন।

1 / 8
বলিউডের বিয়ে মানেই গালা সেলিব্রেশন। সকলের নজরের কেন্দ্রে থাকে  কার সাজে বিশেষত্ব কী? কে কোন পোশাকে সাজবেন, কে কীভাবে বিয়ের আসর সাজাবেন

বলিউডের বিয়ে মানেই গালা সেলিব্রেশন। সকলের নজরের কেন্দ্রে থাকে কার সাজে বিশেষত্ব কী? কে কোন পোশাকে সাজবেন, কে কীভাবে বিয়ের আসর সাজাবেন

2 / 8
কোনও জুটির বিয়ে ঠিক হওয়া মানেই তা নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। সকলেই খোঁজ নিতে থাকেন বিয়ের অনুষ্ঠানে স্পেশাল কী থাকছে?

কোনও জুটির বিয়ে ঠিক হওয়া মানেই তা নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। সকলেই খোঁজ নিতে থাকেন বিয়ের অনুষ্ঠানে স্পেশাল কী থাকছে?

3 / 8
যদিও সম্প্রতিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ বিদেশ ভ্রমণ বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ এখন অধিকাংশ সেলেবই দেশের কোনও বিশেষ প্রাপ্তে বিয়ের ভেনু ঠিক করছেন।

যদিও সম্প্রতিতে ডেস্টিনেশন ওয়েডিং-এ বিদেশ ভ্রমণ বেশ কিছুটা কমে গিয়েছে। কারণ এখন অধিকাংশ সেলেবই দেশের কোনও বিশেষ প্রাপ্তে বিয়ের ভেনু ঠিক করছেন।

4 / 8
যার ফলে খরচ অনেকটাই কমে যাচ্ছে। তবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে মোটেও এতটা সহজ ছিল না। অনুষ্কা শর্মা ও বিরাট বিয়ে করেছিলেন ইতালিতে।

যার ফলে খরচ অনেকটাই কমে যাচ্ছে। তবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে মোটেও এতটা সহজ ছিল না। অনুষ্কা শর্মা ও বিরাট বিয়ে করেছিলেন ইতালিতে।

5 / 8
সেখানেই গালা সেলিব্রেশনে সেজে উঠেছিল বিয়ের আসর। পাশাপাশি সকলের নজর কেড়েছিল তাঁদের সাজ, তাঁদের আয়োজন।

সেখানেই গালা সেলিব্রেশনে সেজে উঠেছিল বিয়ের আসর। পাশাপাশি সকলের নজর কেড়েছিল তাঁদের সাজ, তাঁদের আয়োজন।

6 / 8
যার জন্য মোট খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। মোটা টাকা ব্যয় করে বিয়ে করেছিলেন তাঁরা। বলিউডে আর কোনও সেলেবের এখনও পর্যন্ত বাজেট এতটা বাড়েনি।

যার জন্য মোট খরচ হয়েছিল ১০০ কোটি টাকা। মোটা টাকা ব্যয় করে বিয়ে করেছিলেন তাঁরা। বলিউডে আর কোনও সেলেবের এখনও পর্যন্ত বাজেট এতটা বাড়েনি।

7 / 8
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাঁদের সম্পর্কের খবর বহুদিন ধরে চেপে রেখেছিলেন। জানতে দেননি কাউকে কিছুই।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তাঁদের সম্পর্কের খবর বহুদিন ধরে চেপে রেখেছিলেন। জানতে দেননি কাউকে কিছুই।

8 / 8
তবে একটা সময়ের পর সকলের মুখে মুখে তা ছড়িয়ে পড়েছিল। যদিও ব্যক্তি জীবন নিয়ে এখনও মুখ খুলতে পছন্দ করেন না এই জুটি।

তবে একটা সময়ের পর সকলের মুখে মুখে তা ছড়িয়ে পড়েছিল। যদিও ব্যক্তি জীবন নিয়ে এখনও মুখ খুলতে পছন্দ করেন না এই জুটি।

Next Photo Gallery