Tollywood Gossip: যশ দাশগুপ্তের প্রথম স্ত্রী শ্বেতাকে চেনেন? আজ কোথায় তিনি, কী করেন?

Tollywood Gossip: জানেন কি নুসরতের আগেও একবার বিয়ে হয়েছিল যশের? চেনেন তাঁর প্রথম স্ত্রীকে?

| Edited By: | Updated on: Apr 18, 2023 | 9:29 AM
টলিউডের এই মুহূর্তে ব্যস্ত নায়ক যশ দাশগুপ্ত। ছোট পর্দা থেকে জনপ্রিয়তা। তবে সেই জনপ্রিয়তা টলিউড ছাপিয়ে পৌঁছে গিয়েছে বলিউডেও। নুসরত জাহানের সঙ্গে সংসার করছেন তিনি।

টলিউডের এই মুহূর্তে ব্যস্ত নায়ক যশ দাশগুপ্ত। ছোট পর্দা থেকে জনপ্রিয়তা। তবে সেই জনপ্রিয়তা টলিউড ছাপিয়ে পৌঁছে গিয়েছে বলিউডেও। নুসরত জাহানের সঙ্গে সংসার করছেন তিনি।

1 / 8
তবে জানেন কি নুসরতের আগেও একবার বিয়ে হয়েছিল যশের? চেনেন তাঁর প্রথম স্ত্রীকে?

তবে জানেন কি নুসরতের আগেও একবার বিয়ে হয়েছিল যশের? চেনেন তাঁর প্রথম স্ত্রীকে?

2 / 8
যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। না, তিনি বাঙালি নন। আপাতত তিনি রয়েছেন মুম্বইয়ে। কী তাঁর পেশা? কী করেন তিনি? কেনই বা হল বিচ্ছেদ?

যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। না, তিনি বাঙালি নন। আপাতত তিনি রয়েছেন মুম্বইয়ে। কী তাঁর পেশা? কী করেন তিনি? কেনই বা হল বিচ্ছেদ?

3 / 8
সংবাদমাধ্যম থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখেন শ্বেতা। ২০২১ সালে যখন নুসরত ও যশের প্রেম নিয়ে খুব লেখালিখি তখন মুখ খুলেছিলেন শ্বেতা।

সংবাদমাধ্যম থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখেন শ্বেতা। ২০২১ সালে যখন নুসরত ও যশের প্রেম নিয়ে খুব লেখালিখি তখন মুখ খুলেছিলেন শ্বেতা।

4 / 8
জানিয়েছিলেন তাঁদের এক সন্তানও রয়েছে। রয়েছে এক ছেলে। তবে বিয়ে মুম্বইয়ে নয়। হয় কলকাতায়।

জানিয়েছিলেন তাঁদের এক সন্তানও রয়েছে। রয়েছে এক ছেলে। তবে বিয়ে মুম্বইয়ে নয়। হয় কলকাতায়।

5 / 8
ইন্ডাস্ট্রির সঙ্গেও একটা সময় যুক্ত ছিলেন শ্বেতা। যশকে ভালবেসেই বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ে সুখের হয়নি।

ইন্ডাস্ট্রির সঙ্গেও একটা সময় যুক্ত ছিলেন শ্বেতা। যশকে ভালবেসেই বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ে সুখের হয়নি।

6 / 8
তাঁদের সন্তান কিন্তু মায়ের সঙ্গে থাকে না। নুসরতের সঙ্গে আবার যশের বড় ছেলের সম্পর্ক বেশ ভাল। অন্যদিকে শ্বেতা এক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ।

তাঁদের সন্তান কিন্তু মায়ের সঙ্গে থাকে না। নুসরতের সঙ্গে আবার যশের বড় ছেলের সম্পর্ক বেশ ভাল। অন্যদিকে শ্বেতা এক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ।

7 / 8
নুসরত-যশ তাঁদের গসিপ, প্রেম-- এ সব থেকে নিজকে দূরেই সরিয়ে রেখেছেন যশের প্রথম স্ত্রী। নিজের জীবন নিয়ে নিজের মতো করে কাটাচ্ছেন তিনি।

নুসরত-যশ তাঁদের গসিপ, প্রেম-- এ সব থেকে নিজকে দূরেই সরিয়ে রেখেছেন যশের প্রথম স্ত্রী। নিজের জীবন নিয়ে নিজের মতো করে কাটাচ্ছেন তিনি।

8 / 8
Follow Us: