Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan Love Life: মুনমুন থেকে জিনাত, রঙিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের লাভলাইফ

Gossip: তাঁর প্রেম জীবনও ছিল বেশ রঙিন। মুনমুন সেন থেকে শুরু করে জিনাত আমন, কখনও না কখনও তাঁকে মন দিয়েছিলেন। তাঁদের নিয়ে নানা খবর রটেছিল বিনোদন জগতের অন্দরমহলে।

| Edited By: | Updated on: Aug 05, 2023 | 7:30 PM
পাকিস্তানের ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তরুণ বয়সে ছিলেন সর্বাধিক জনপ্রিয় স্টার। তাঁকে নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ থাকত তুঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, অধিকাংশই তাঁকে মন দিয়েছিলেন।

পাকিস্তানের ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তরুণ বয়সে ছিলেন সর্বাধিক জনপ্রিয় স্টার। তাঁকে নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ থাকত তুঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, অধিকাংশই তাঁকে মন দিয়েছিলেন।

1 / 8
ফলে তাঁর প্রেম জীবনও ছিল বেশ রঙিন। মুনমুন সেন থেকে শুরু করে জিনাত আমন, কখনও না কখনও তাঁকে মন দিয়েছিলেন। তাঁদের নিয়ে নানা খবর রটেছিল বিনোদন জগতের অন্দরমহলে।

ফলে তাঁর প্রেম জীবনও ছিল বেশ রঙিন। মুনমুন সেন থেকে শুরু করে জিনাত আমন, কখনও না কখনও তাঁকে মন দিয়েছিলেন। তাঁদের নিয়ে নানা খবর রটেছিল বিনোদন জগতের অন্দরমহলে।

2 / 8
ভারতের বুকে লিডিং স্টারদের সঙ্গে ইমরানের এই ঘনিষ্ট হওয়ার খবর চাপা থাকেনি বেশিদিন। বরাবরই ক্রিকেট জগতের সঙ্গে বিনোদন জগতের এক নিবিড় সংযোগ। সেই সূত্রেই ইমরান জায়গা করে নিয়েছিলেন একাধিক অভিনেত্রীর মনে।

ভারতের বুকে লিডিং স্টারদের সঙ্গে ইমরানের এই ঘনিষ্ট হওয়ার খবর চাপা থাকেনি বেশিদিন। বরাবরই ক্রিকেট জগতের সঙ্গে বিনোদন জগতের এক নিবিড় সংযোগ। সেই সূত্রেই ইমরান জায়গা করে নিয়েছিলেন একাধিক অভিনেত্রীর মনে।

3 / 8
তিনি যখন কেরিয়ারের পিকে, তখন বলিউডের একাধিক অভিনেত্রীর চোখে পড়েছিল পাকিস্তানের এই ক্রিকেটারের দিকে। তিনও মহিলা সঙ্গে বেশ উপভোগ করতেন। চলুন জেনে নেওয়া যাক, তালিকায় কোন কোন অভিনেত্রী ছিলেন?

তিনি যখন কেরিয়ারের পিকে, তখন বলিউডের একাধিক অভিনেত্রীর চোখে পড়েছিল পাকিস্তানের এই ক্রিকেটারের দিকে। তিনও মহিলা সঙ্গে বেশ উপভোগ করতেন। চলুন জেনে নেওয়া যাক, তালিকায় কোন কোন অভিনেত্রী ছিলেন?

4 / 8
মুনমুন সেনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রটে ছিল একাধিক খবর। সেই সময় হঠাৎই শোনা যায়, তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা গিয়েছিল ইমরান নাকি মন দিয়েছিলেন মুনমুন সেনকে।

মুনমুন সেনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রটে ছিল একাধিক খবর। সেই সময় হঠাৎই শোনা যায়, তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা গিয়েছিল ইমরান নাকি মন দিয়েছিলেন মুনমুন সেনকে।

5 / 8
বলিউড ডিভা রেখা, তিনিও তালিকা থেকে বাদ পড়েননি। একটা সময় শোনা গিয়েছিল, ইমরান মুম্বইতে এলেই তাঁর সঙ্গে দেখা করতেন রেখা। সেই ছবি একাধিকবার প্রকাশ্যে ফ্রেমবন্দিও হয়েছে।

বলিউড ডিভা রেখা, তিনিও তালিকা থেকে বাদ পড়েননি। একটা সময় শোনা গিয়েছিল, ইমরান মুম্বইতে এলেই তাঁর সঙ্গে দেখা করতেন রেখা। সেই ছবি একাধিকবার প্রকাশ্যে ফ্রেমবন্দিও হয়েছে।

6 / 8
তেমনই আরও এক অভিনেত্রী তাঁর মনে জায়গা করে নিয়েছিলেন, তিনি হলেন শাবানা আজমি। তবে এই সম্পর্ক ছিল গোপনেই। কারণ কোনওদিন তাঁদের প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি।

তেমনই আরও এক অভিনেত্রী তাঁর মনে জায়গা করে নিয়েছিলেন, তিনি হলেন শাবানা আজমি। তবে এই সম্পর্ক ছিল গোপনেই। কারণ কোনওদিন তাঁদের প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি।

7 / 8
সাল ১৯৭৯, তখন পাকিস্তান ক্রিকেট টিম ভারতে এসেছিল। সেই সময়ই প্রথম জিনাত আমানের সঙ্গে তাঁর নাম জড়ায়। তাঁর ২৭তম জন্মদিন তিনি নাকি একান্তে সেলিব্রেট করেছিলেন জিনাতের সঙ্গে। এমনই খবর রটেছিল বিনোদন জগতে।

সাল ১৯৭৯, তখন পাকিস্তান ক্রিকেট টিম ভারতে এসেছিল। সেই সময়ই প্রথম জিনাত আমানের সঙ্গে তাঁর নাম জড়ায়। তাঁর ২৭তম জন্মদিন তিনি নাকি একান্তে সেলিব্রেট করেছিলেন জিনাতের সঙ্গে। এমনই খবর রটেছিল বিনোদন জগতে।

8 / 8
Follow Us: