Jawan cast fees: ‘জওয়ান’ করতে কত টাকা নিয়েছেন শাহরুখেরা? দীপিকা নাকি নয়নতারা– এগিয়ে কে?

Jawan cast fees: আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পেতে চলেছে বছরের অন্যতম সুপারহাইপড ছবি 'জওয়ান'। গোটা দেশ উত্তেজনায় ফুটছে। একসঙ্গে একগুচ্ছ সুপারস্টার। এ যে বিরল।

| Edited By: | Updated on: Sep 06, 2023 | 9:00 AM
 আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পেতে চলেছে বছরের অন্যতম সুপারহাইপড ছবি 'জওয়ান'। গোটা দেশ উত্তেজনায় ফুটছে। একসঙ্গে একগুচ্ছ সুপারস্টার। এ যে বিরল।

আর মাত্র কয়েক ঘণ্টা। মুক্তি পেতে চলেছে বছরের অন্যতম সুপারহাইপড ছবি 'জওয়ান'। গোটা দেশ উত্তেজনায় ফুটছে। একসঙ্গে একগুচ্ছ সুপারস্টার। এ যে বিরল।

1 / 8
হাইবাজেট এই ছবিতে রয়েছে মাল্টিপল স্টারকাস্ট।শাহরুখ খান তো রয়েছেনই, এ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে নয়নতারা, বিজয় সেতুপতির মতো প্রথম সারির অভিনেতা।

হাইবাজেট এই ছবিতে রয়েছে মাল্টিপল স্টারকাস্ট।শাহরুখ খান তো রয়েছেনই, এ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে নয়নতারা, বিজয় সেতুপতির মতো প্রথম সারির অভিনেতা।

2 / 8
 ছবিতে অভিনয় করতে কত নিলেন বিজয়-শাহরুখরা? দীপিকা নাকি নয়নতারা কার পারিশ্রমিক বেশি? মুক্তির আগে রইল সেই হিসেব।

ছবিতে অভিনয় করতে কত নিলেন বিজয়-শাহরুখরা? দীপিকা নাকি নয়নতারা কার পারিশ্রমিক বেশি? মুক্তির আগে রইল সেই হিসেব।

3 / 8
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য বিজয় সেতুপতি দাবি করেছেন প্রায় ২১ কোটি টাকা।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য বিজয় সেতুপতি দাবি করেছেন প্রায় ২১ কোটি টাকা।

4 / 8
ওদিনে নয়নাতারা পেয়েছেন নাকি ১০ কোটি টাকা। কে এগিয়ে? তিনি নাকি দীপিকা?

ওদিনে নয়নাতারা পেয়েছেন নাকি ১০ কোটি টাকা। কে এগিয়ে? তিনি নাকি দীপিকা?

5 / 8
 সূত্র জানাচ্ছে, এগিয়ে কিন্তু দীপিকাই। তিনি নাকি নিয়েছেন প্রায় ৩০ কোটির মতো। তবে কারও মতে অত নয়, কুড়ি কোটির মতো পারিশ্রমিক নিয়েছেন দীপিকা।

সূত্র জানাচ্ছে, এগিয়ে কিন্তু দীপিকাই। তিনি নাকি নিয়েছেন প্রায় ৩০ কোটির মতো। তবে কারও মতে অত নয়, কুড়ি কোটির মতো পারিশ্রমিক নিয়েছেন দীপিকা।

6 / 8
 আর শাহরুখ? তিনি কত নিয়েছেন শুনলে আপনার চোখ কপালে উঠতেই পারে। শোনা যাচ্ছে তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকা।

আর শাহরুখ? তিনি কত নিয়েছেন শুনলে আপনার চোখ কপালে উঠতেই পারে। শোনা যাচ্ছে তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকা।

7 / 8
 ওদিকে মোট আয়ের লভ্যাংশের ৫০ শতাংশও তিনি দাবি করেছেন বলে খবর। তাহলেই ভাবুন! এখন এই ছবি বক্সঅফিসে কতটা ঝড় তুলতে পারে, শুধু সেটাই দেখার।

ওদিকে মোট আয়ের লভ্যাংশের ৫০ শতাংশও তিনি দাবি করেছেন বলে খবর। তাহলেই ভাবুন! এখন এই ছবি বক্সঅফিসে কতটা ঝড় তুলতে পারে, শুধু সেটাই দেখার।

8 / 8
Follow Us: