Suhana Khan: এখনও মুক্তি পায়নি প্রথম কাজ, তার আগেই কত কোটির মালকিন শাহরুখ কন্যা সুহানা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 08, 2023 | 2:11 PM

Suhana Khan Assets: সূত্রের খবর ২৩ বছরের সুহানা সম্প্রতি একটি ফার্ম ল্যান্ড কিনেছেন। যা শাহরুখ খানের জমির পাশেই। যার দাম ১২.৯১ কোটি টাকা। তাঁর দখলে রয়েছে ৪৭.৬ লাখের একটি অডি গাড়ি। তবে এই গাড়ি তাঁকে উপহার দিয়েছেন শাহরুখ খান। রয়েছে তাঁর ঝুলিতে আরও সম্পত্তি।

1 / 8
শাহরুখ খানের কন্যা সুহানা খান, কেরিয়ার শুরু হয়নি বললে ভুল বলা হবে। কারণ একটাই, সুহানা ইতিমধ্যেই মডেলিং কেরিয়ারে প্রতিষ্ঠিত।

শাহরুখ খানের কন্যা সুহানা খান, কেরিয়ার শুরু হয়নি বললে ভুল বলা হবে। কারণ একটাই, সুহানা ইতিমধ্যেই মডেলিং কেরিয়ারে প্রতিষ্ঠিত।

2 / 8
পাশাপাশি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়েছে তাঁর নাম। সুহানা খান এবার অভিনয়েও হাকেখড়ি করলেন। আসছে তাঁর প্রথম সিরিজ দ্য আর্চিজ়।

পাশাপাশি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়েছে তাঁর নাম। সুহানা খান এবার অভিনয়েও হাকেখড়ি করলেন। আসছে তাঁর প্রথম সিরিজ দ্য আর্চিজ়।

3 / 8
তবে বলিউডে পাকাপাকিভাবে এখনও কেরিয়ারের পসার জমেনি তাঁর। নেপোকিড হলেই যে তাঁর ভাগ্যে লক্ষ্মীলাভ, এই ধারণাকে ভুল প্রমাণ করেছে বলিউড ইতিমধ্যেই।

তবে বলিউডে পাকাপাকিভাবে এখনও কেরিয়ারের পসার জমেনি তাঁর। নেপোকিড হলেই যে তাঁর ভাগ্যে লক্ষ্মীলাভ, এই ধারণাকে ভুল প্রমাণ করেছে বলিউড ইতিমধ্যেই।

4 / 8
রীতিমত লড়াই করতে হচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। পাশাপাশি কেরিয়ার শুরুর দিকে খুশি কাপুর, এমন অবস্থায় সুহানাকেও যে কমন বেগ পেতে হবে না, তা অনুমান করাই যায়।

রীতিমত লড়াই করতে হচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। পাশাপাশি কেরিয়ার শুরুর দিকে খুশি কাপুর, এমন অবস্থায় সুহানাকেও যে কমন বেগ পেতে হবে না, তা অনুমান করাই যায়।

5 / 8
তবে কেরিয়ার যে পর্যায়ে থাকুক না কেন, সুহানা খান কিন্তু কম টাকার মালিক নন। মোট কত কোটি ইতিমধ্যেই নিজের দখলে করেছেন এই অভিনেত্রী?

তবে কেরিয়ার যে পর্যায়ে থাকুক না কেন, সুহানা খান কিন্তু কম টাকার মালিক নন। মোট কত কোটি ইতিমধ্যেই নিজের দখলে করেছেন এই অভিনেত্রী?

6 / 8
সূত্রের খবর ২৩ বছরের সুহানা সম্প্রতি একটি ফার্ম ল্যান্ড কিনেছেন। যা শাহরুখ খানের জমির পাশেই। যার দাম ১২.৯১ কোটি টাকা।

সূত্রের খবর ২৩ বছরের সুহানা সম্প্রতি একটি ফার্ম ল্যান্ড কিনেছেন। যা শাহরুখ খানের জমির পাশেই। যার দাম ১২.৯১ কোটি টাকা।

7 / 8
তাঁর দখলে রয়েছে ৪৭.৬ লাখের একটি অডি গাড়ি। তবে এই গাড়ি তাঁকে উপহার দিয়েছেন শাহরুখ খান। রয়েছে তাঁর ঝুলিতে আরও সম্পত্তি।

তাঁর দখলে রয়েছে ৪৭.৬ লাখের একটি অডি গাড়ি। তবে এই গাড়ি তাঁকে উপহার দিয়েছেন শাহরুখ খান। রয়েছে তাঁর ঝুলিতে আরও সম্পত্তি।

8 / 8
দামি ব্যাগ, দামি পোশাক সবটাই রয়েছে তাঁর তালিকায়। তাঁর এক একটি জুতোর দাম ৬০ হাজারের বেশি। তবে প্রথম ওটিটি সিরিজ করে তিনি কত কোটি পেলেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

দামি ব্যাগ, দামি পোশাক সবটাই রয়েছে তাঁর তালিকায়। তাঁর এক একটি জুতোর দাম ৬০ হাজারের বেশি। তবে প্রথম ওটিটি সিরিজ করে তিনি কত কোটি পেলেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

Next Photo Gallery