Priyanka Chopra Secret: ‘যা হয় ভালর জন্য’, বিদেশে অপমানিত হয়ে দেশে ফিরেই ভাগ্য বদল প্রিয়াঙ্কার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 15, 2023 | 7:03 PM

Priyanka Chopra Unknown Facts: তিনি বেশ কয়েকটি পোজ় দেওয়া ছবি তোলার আবদার রাখেন। যা শুনে পলকে খুশি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দিয়েও ছিলেন পোজ়। এরপর তাঁর অজান্তেই তাঁর মা সেই ছবি ...

1 / 8
প্রিয়াঙ্কা চোপড়া, কেরিয়ারের শুরুতেই একের পর এক জয় হাসিল করেছিলেন তিনি। যে মেয়ে একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন, তিনিই বাজিমাত করেন সিনেদুনিয়ায়।

প্রিয়াঙ্কা চোপড়া, কেরিয়ারের শুরুতেই একের পর এক জয় হাসিল করেছিলেন তিনি। যে মেয়ে একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন, তিনিই বাজিমাত করেন সিনেদুনিয়ায়।

2 / 8
বিদেশে পড়ার সূত্রে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন। সেই সময়টা মোটেও সুখকর ছিল না তাঁর জন্য। তিনি বন্ধুদের হাতে মাঝে মধ্যেই ট্রোল্ড হতেন।

বিদেশে পড়ার সূত্রে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন। সেই সময়টা মোটেও সুখকর ছিল না তাঁর জন্য। তিনি বন্ধুদের হাতে মাঝে মধ্যেই ট্রোল্ড হতেন।

3 / 8
শুনতে হতো নানা কুমন্তব্য। নিজের গায়ের রঙ নিয়ে মনে মনে ক্ষোভও হতো তাঁর। ফিরে এসেছিলেন ভারতে। যদিও থেমে থাকেননি, আবারও আবেদন পত্র পাঠাতে থাকেন।

শুনতে হতো নানা কুমন্তব্য। নিজের গায়ের রঙ নিয়ে মনে মনে ক্ষোভও হতো তাঁর। ফিরে এসেছিলেন ভারতে। যদিও থেমে থাকেননি, আবারও আবেদন পত্র পাঠাতে থাকেন।

4 / 8
সেই সময়ই কয়েকটি পাসপোর্ট ছবি তাঁকে তুলতে হয়। তবে যিনি ছবি তুলতে এসেছিলেন, তাঁর প্রিয়াঙ্কার গঠন বেশ ভাল লেগেছিল।

সেই সময়ই কয়েকটি পাসপোর্ট ছবি তাঁকে তুলতে হয়। তবে যিনি ছবি তুলতে এসেছিলেন, তাঁর প্রিয়াঙ্কার গঠন বেশ ভাল লেগেছিল।

5 / 8
তাই তিনি বেশ কয়েকটি পোজ় দেওয়া ছবি তোলার আবদার রাখেন। যা শুনে পলকে খুশি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দিয়েও ছিলেন পোজ়।

তাই তিনি বেশ কয়েকটি পোজ় দেওয়া ছবি তোলার আবদার রাখেন। যা শুনে পলকে খুশি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দিয়েও ছিলেন পোজ়।

6 / 8
এরপর তাঁর অজান্তেই তাঁর মা সেই ছবি ফেমিনাতে পাঠিয়ে দিয়েছিলেন। যেখান থেকে ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কা চোপড়ার।

এরপর তাঁর অজান্তেই তাঁর মা সেই ছবি ফেমিনাতে পাঠিয়ে দিয়েছিলেন। যেখান থেকে ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কা চোপড়ার।

7 / 8
এক সাক্ষাৎকারে অনুপম খেরকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ''ভাগ্যিস সেই বন্ধুরা আমার পিছনে লেগেছিল।'' সেই কারণেই তাঁর ভরতে ফিরে আসা, অন্যত্র আবেদন করা।

এক সাক্ষাৎকারে অনুপম খেরকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ''ভাগ্যিস সেই বন্ধুরা আমার পিছনে লেগেছিল।'' সেই কারণেই তাঁর ভরতে ফিরে আসা, অন্যত্র আবেদন করা।

8 / 8
তাই প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বাস করেন, যা হয় তার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও ভাল কারণ থাকে। যা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে সত্যি প্রমাণিত হয়।

তাই প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বাস করেন, যা হয় তার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও ভাল কারণ থাকে। যা সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে সত্যি প্রমাণিত হয়।

Next Photo Gallery